Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গুলি করে খুন, অভিযুক্তদের পিটিয়ে মারল জনতা

মদ্যপ দুই যুবক এবং গ্রামবাসীদের গোলমালকে কেন্দ্র করে তিন জনের মৃত্যু হল। বুধবার রাতে মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির বাবুরবোনা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত যুবকদের নাম রাজীব শেখ (২৮) এবং রিন্টু শেখ (২৫)। তাঁরা দুই ভাই। বাড়ি ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে কালিয়াচকের মোজমপুরে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০১:৫২
Share: Save:

মদ্যপ দুই যুবক এবং গ্রামবাসীদের গোলমালকে কেন্দ্র করে তিন জনের মৃত্যু হল। বুধবার রাতে মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির বাবুরবোনা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত যুবকদের নাম রাজীব শেখ (২৮) এবং রিন্টু শেখ (২৫)। তাঁরা দুই ভাই। বাড়ি ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে কালিয়াচকের মোজমপুরে।

মদ্যপ অবস্থায় তাঁরা গালিগালাজ করে গোলমাল পাকাচ্ছিলেন বলে অভিযোগ। মৃত অপর জনের নাম ইরফান শেখ (৪০)। তাঁর বাড়ি বাবুরবোনা গ্রামেই। তিনি পেশায় ভুটভুটি চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসিন্দাদের অভিযোগ, মদ্যপ অবস্থায় এ দিন রাতে দুই ভাই বাইকে করে বাবুরবোনা বাজার এলাকায় গিয়ে বাসিন্দাদের অকারণে গালি দিচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন প্রতিবাদ করলে তাঁদের দিকে মদ্যপরা গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাতে ইরফান শেখ নামে ওই ব্যক্তির মৃত্যু হলে ক্ষেপে ওঠেন অন্য বাসিন্দারা। তাঁরা তেড়ে গিয়ে ওই যুবকদের ধরে ফেলেন। শুরু হয় গণপিটুনি। তাতে ওই দুই জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী বলেন, ‘‘এলাকায় দুই পক্ষের গোলমালের জেরে ওই ঘটনা। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮ টা নাগাদ বাবুরবোনা বাজার এলাকায় বসে গল্প করছিলেন। আচমকা বাইক নিয়ে দুই যুবক সেখানে পৌঁছয়। বাসিন্দাদের অভিযোগ, মদ্যপ অবস্থায় বাইক থেকে নেমে ওই দুই জন ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। পরে যেখানে বাসিন্দারা বসে গল্প করছিলেন সেথানে দাঁড়িয়েই অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ। সে সময় ইরফান এবং অন্য কয়েকজন প্রতিবাদ জানান। তা নিয়েই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে হাতাহাতি পর্যায়ে যায়। এর মধ্যেই রাজীব তাঁর কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়েন। তাতে ইরফান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাঁর বুকে গুলি লেগেছে।

গ্রাম পঞ্চায়েতের সদস্য আবু তালেব জানান, প্রতিবেশী গ্রামের দুই যুবক এ দিন বাবুরবোনা বাজারে এসে গালিগালাজ করছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তা নিয়েই গোলমাল বাঁধে। সে সময় অভিযুক্তরা বাসিন্দাদের দিকে গুলি চালাতে থাকে। এক জনকে চোখের সামনে লুটিয়ে পড়তে দেখে বাসিন্দারা হইচই করে ওঠেন। সে সময় ওই যুবকেরা পালাতে চেষ্টা করলে বাসিন্দারা ধরে ফেলেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE