Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভর্তি নিল না মেডিক্যাল

উত্তরবঙ্গ মেডিক্যালে মানসিক রোগের অন্তর্বিভাগ থাকলেও কেন ওই চার জনকে ভর্তি করানো হয়নি, সেই প্রশ্ন উঠেছে। ওই রোগীদের মধ্যে এক জন বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার হাসপাতালে মারা যান। ঘটনা নিয়ে দুই হাসপাতালের চাপানউতোর শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ০৩:১৮
Share: Save:

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে রেফার করা চার মানসিক রোগীকে ভর্তি না-নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। মঙ্গলবারের ঘটনা। আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরই এই অভিযোগ করেছে। তারা জানিয়েছে, ওই চার পুরুষ রোগীকে বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানোর উদ্যোগ শুরু হয়েছে।

উত্তরবঙ্গ মেডিক্যালে মানসিক রোগের অন্তর্বিভাগ থাকলেও কেন ওই চার জনকে ভর্তি করানো হয়নি, সেই প্রশ্ন উঠেছে। ওই রোগীদের মধ্যে এক জন বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার হাসপাতালে মারা যান। ঘটনা নিয়ে দুই হাসপাতালের চাপানউতোর শুরু হয়েছে।

উত্তরবঙ্গ মেডিক্যালের মানসিক রোগ বিভাগের প্রধান নির্মল বেরা জানান, মেডিক্যালে মানসিক রোগের চিকিৎসার যে ইউনিট রয়েছে, সেটি মানসিক রোগের হাসপাতাল নয়। অর্থাৎ দীর্ঘ দিন ধরে রোগীকে এখানে রাখা বা পুনর্বাসনের ব্যবস্থা এখানে নেই। তিনি বলেন, ‘‘ওই ইউনিটে চিকিৎসার জন্য পাঁচ, সাত দিন বা আরও বেশি রাখা যেতেই পারে। ওই রোগীদের দীর্ঘ দিন ধরে রাখা দরকার। পরীক্ষা করে সে কারণেই বহরমপুর মানসিক হাসপাতালে রেফার করা হয়েছে। রোগীকে ফেরানো হয়নি।’’

কিন্তু মানসিক রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালে ২০ শয্যার অন্তর্বিভাগ রয়েছে। তা সত্ত্বেও কেন ওই রোগীদের ভর্তি করা হয়নি, তা বুঝতে পারছেন না অনেকেই। আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা অভিযোগ করেন, ‘‘বিষয়টি আমরা স্বাস্থ্য দফতরেও জানাব। জেলাশাসকের সঙ্গে কথা বলে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শীঘ্রই আদালতের প্রয়োজনীয় অনুমতি নিয়ে বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানো হবে।’’

উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার মৈত্রেয়ী কর জানান, বিষয়টি তাঁর জানা নেই। হাসপাতাল থেকে কখনও কাউকে ফিরিয়ে দেওয়া হয়ও না। তিনি বলেন, ‘‘কী ঘটেছে খোঁজ নেব।’’

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সরাসরি কোনও মানসিক হাসপাতালে রোগী রেফার করা যায় না। তার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। তবে মঙ্গলবার ওই রোগীদের আলিপুরদুয়ার হাসপাতালের কর্মীরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি না করে বহরমপুর মানসিক হাসপাতালে রেফার করা হয়। সে কারণে ওই রোগীদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ফিরিয়ে আনা হয়। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখানে মানসিক রোগীদের অর্ন্তবিভাগ নেই। ফলে বয়স্ক এই রোগীদের আগে করিডরে রাখা হত। সেখানেই মলত্যাগ করতেন রোগীরা। এখন একটি ঘরে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁদের একজন বাদল সরকার (৮০) মারা যান। মাস দু’য়েক আগে তাঁকে পারোকাটা পঞ্চায়েত থেকে এনে ভর্তি করেছিলেন বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Bengal Medical College patient Refusal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE