Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সরানো হল শিশুদের

নর্থবেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট পরিচালিত হোম থেকে শিশুদের সরিয়ে দিল প্রশাসন৷ রবিবার ওই হোমের চোদ্দোটি শিশুর মধ্যে এগরোজনকে দুই দিনাজপুর ও কোচবিহারের হোমে পাঠানো হয়৷ তিনটি শিশুকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৪৯
Share: Save:

নর্থবেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট পরিচালিত হোম থেকে শিশুদের সরিয়ে দিল প্রশাসন৷ রবিবার ওই হোমের চোদ্দোটি শিশুর মধ্যে এগরোজনকে দুই দিনাজপুর ও কোচবিহারের হোমে পাঠানো হয়৷ তিনটি শিশুকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

শিশু সরানো নিয়ে হোম চত্বরে পোস্টারিং-কে ঘিরে এ দিন জলপাইগুড়ির কেরানিপাড়া এলাকায় খানিকটা উত্তেজনাও ছড়ায়৷ স্থানীয় বাসিন্দারা পোস্টারগুলি ছিঁড়ে দেন৷

নিয়ম না মেনে সতেরো জন শিশুকে দত্তক দেওয়ার অভিযোগকে ঘিরে কিছু দিন আগে জলপাইগুড়ির ওই হোমকে ঘিরে হইচই শুরু হয়৷ তার পরই হোমটির বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে তদন্ত শুরু করে রাজ্যের চাইল্ড রাইটস ট্র্যাফিকিং ও জলপাইগুড়ি জেলা প্রশাসন৷

এ দিন জলপাইগুড়ি জেলা প্রশাসন ও সিডব্লুউসি-র কর্তারা হোমটিতে যান৷ হোমে পৌঁছন দুই দিনাজপুর ও কোচবিহারের তিনটি হোম ও প্রশাসনের কর্তারাও৷ তার আগেই ওই এলাকায় হোম থেকে শিশু স্থানান্তরের বিরোধিতায় কিছু পোস্টার পড়ায় উত্তেজনা ছড়ায়৷ ক্ষুব্ধ বাসিন্দারা ওই পোস্টারগুলি ছিঁড়ে ফেলেন৷ তবে এই ঘটনা শিশু স্থানান্তরের উপর কোনও প্রভাব ফেলেনি৷

দিন কয়েক আগে ময়নাগুড়ির এক দম্পতি তাঁদের চুরি যাওয়া শিশুকে এই হোম থেকে ফিরে পান৷ ফলে ওই শিশুটিকে বাদ দিয়ে হোমে থাকা বাকি চোদ্দো শিশুকে চাইল্ড রাইটস ট্রাফিকিং-এর নির্দেশ অনুযায়ী একে একে নির্দিষ্ট হোমগুলির কর্তাদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ দু’টি শিশুর বয়স নিয়ে সন্দেহ হওয়ায় ও এক শিশু অসুস্থ থাকায় তাদের এ দিন জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE