Advertisement
২৫ এপ্রিল ২০২৪

যোগ দেননি ডাক্তাররা বাড়ছে চিন্তা

এই মুহূর্তে জেলায় দু’টি সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়াও একটি জেলা হাসপাতাল, একটি মহকুমা হাসপাতাল ও সাতটি ব্লকে স্বাস্থ্য কেন্দ্র বা গ্রামীণ হাসপাতাল রয়েছে৷

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৮:২০
Share: Save:

সরকারি হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসকদের ঘাটতি মেটাতে কিছু জায়গায় চিকিৎসক বরাদ্দ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ কিন্তু সেই চিকিৎসকদের অর্ধেকই কাজে যোগ না দেওয়ায় চিন্তা বাড়ছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের একাংশের৷ যদিও সিএমওএইচ-এর আশা, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির পর আরও কয়েকজন চিকিৎসক কাজে যোগ দেবেন৷

এই মুহূর্তে জেলায় দু’টি সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়াও একটি জেলা হাসপাতাল, একটি মহকুমা হাসপাতাল ও সাতটি ব্লকে স্বাস্থ্য কেন্দ্র বা গ্রামীণ হাসপাতাল রয়েছে৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সরকারি প্রায় প্রতিটি হাসপাতালেই এই মুহূর্তে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে৷ সুপার স্পেশালিটি হাসপাতাল দু’টিতে সেই অভাব সবচেয়ে বেশি৷ সম্প্রতি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ছ’জন বিশেষজ্ঞ চিকিৎসক কাজে যোগ দিয়েছেন৷ কিন্তু আরও ৫০-এর বেশি চিকিৎসক সেখানে প্রয়োজন৷ এর পাশাপাশি রয়েছে জিডিএমওরও অভাব৷ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে জেলা হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র—প্রায় সব জায়গাতেই রয়েছে জিডিএমওর অভাব৷

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি জিডিএমও-র ঘাটতি দ্রুত মেটাতে অনেক দিন থেকেই জেলা স্বাস্থ্য দফতর থেকে রাজ্য স্বাস্থ্য দফতরে চিঠি চালাচালি চলছে৷ আর তারই ফল স্বরূপ সম্প্রতি ১৯ জন জিডিএমওকে জলপাইগুড়ি জেলার জন্য বরাদ্দ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ সূত্রের খবর, তার মধ্যে ৯ জন কাজে যোগ দিলেও বাকিরা এখনও কাজে যোগ দেননি৷ জেলার এক স্বাস্থ্য কর্তা বলেন, জেলায় কিছুদিন আগে পর্যন্তও ৪৭ জন জিডিএমও-র পদ ফাকা ছিল৷ সম্প্রতি ৯ জন কাজে যোগ দেওয়ায় এই মুহূর্তে ঘাটতি রয়েছে ৩৮ জন জিডিএমওর৷ ১৯ জনের মধ্যে বাকি দশ জন কাজে যোগ দিলে বেশ কিছু জায়গায় সমস্যা খানিকটা মিটত৷ কিন্তু তাঁরা তো কাজেই যোগ দিচ্ছেন না৷

তবে জলপাইগুড়ির সিএমওএইচ জগন্নাথ সরকার বলেন, ‘‘যে দশ জন জিডিএমও কাজে যোগ দেননি, তাঁদের কয়েক জনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে৷ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির উন্নতি হলেই তাঁরা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন৷’’ জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন, সেই সঙ্গে জেলায় ঘাটতি থাকা বাকি চিকিৎসক ও জিডিএমও-র পদও যাতে দ্রুত পূরণ হয় সে ব্যাপারে ফের রাজ্য স্বাস্থ্য দফতরে তদ্বির করা হবে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE