Advertisement
২৫ এপ্রিল ২০২৪

একটু স্বস্তি ফের গরম

শিলিগুড়ি, জলপাইগুড়িতে তেড়ে বৃষ্টি নামে। বাজ পড়ে দু’জনের মৃত্যুও হয়েছে উত্তরে। দিনের আলো এতটাই কমে আসে যে বেলা এগারোটায় মোবাইলে তোলা শিলিগুড়ির ছবি দেখে সন্ধে বলে ভ্রম হওয়ার জোগাড়!

দিনে-আঁধার: কে বলবে তখন দিন। কালো মেঘ ঘনিয়ে বৃষ্টি এল বালুরঘাটে। শুক্রবার। ছবি: অমিত মোহান্ত।

দিনে-আঁধার: কে বলবে তখন দিন। কালো মেঘ ঘনিয়ে বৃষ্টি এল বালুরঘাটে। শুক্রবার। ছবি: অমিত মোহান্ত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ০২:৪৬
Share: Save:

খানিক ক্ষণের স্বস্তি তারপরে ফের প্রচণ্ড গরম। শুক্রবার সকালে কালো মেঘে ডাকে উত্তরবঙ্গের আকাশ। শিলিগুড়ি, জলপাইগুড়িতে তেড়ে বৃষ্টি নামে। বাজ পড়ে দু’জনের মৃত্যুও হয়েছে উত্তরে। দিনের আলো এতটাই কমে আসে যে বেলা এগারোটায় মোবাইলে তোলা শিলিগুড়ির ছবি দেখে সন্ধে বলে ভ্রম হওয়ার জোগাড়!

শিলিগুড়ি-কোচবিহারে গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বালুরঘাট-মালদহে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এ দিন সকাল থেকে তুমুল বৃষ্টি হয়েছে দুই দিনাজপুর এবং মালদহেও। সকালে দুপুরে দু’দফায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি স্বস্তি দিয়েছে বাসিন্দাদের। তবে সেই স্বস্তি অবশ্য বেশি ক্ষণ থাকেনি। দুপুরে বৃষ্টির পরেই আকাশ পরিষ্কার হয়ে যায়। রোদের তেজও বাড়ে। ফের শুরু হয় হাসফাস করা গরম।

কয়েক দিন ধরে মালদহের তাপমাত্রা ৩৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। বেলা ১১টা নাগাদ বৃষ্টি নামলে এক ধাক্কায় তাপমাত্রার পারদ ৯ ডিগ্রি কমে যায়। বালুরঘাটের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সকাল থেকে অন্তত ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুরের সদরে।

বেলা আড়াইটেতেই তীব্র রোদ শিলিগুড়িতে। শুক্রবার। ছবি: বিশ্বরূপ বসাক

গত দু’দিন ধরে ৪০ ডিগ্রি তাপমাত্রা ছিল এই শহরে। এ দিনের বৃষ্টিতে তহবাজার সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমায় অবশ্য নাকাল হতে হয় বাসিন্দাদেরও।

বাজ পড়ে দু’টি মৃত্যুর ঘটনা ঘটেছে করণদিঘিতে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম গোপাল সিংহ(৪৮) এবং লক্ষ্মী সোরেন (২৬)। গোপালবাবু জন স্বাস্থ্য কারিগরি দফতররে অস্থায়ী কর্মী ছিলেন। এ দিন সকালে স্নান করে বাড়ির সামনে তুলসীতলায় জল দিতে গিয়েছিলেন তিনি। সে সময়েই বাজ পড়ে মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

ইটাহার থানার মহানন্দপুর এলাকায় বাড়ি লক্ষ্মী সোরেনের। তিনি দিনমজুরের কাজ করতেন। বাড়ির কাছেই একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন তিনি! সেইসময় আচমকা বাজ পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ছিল। তার ছিঁড়ে দিনভর বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে ইসলামপুরে। সকাল দশটা থেকেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তর দিনাজপুর জুড়ে। দুপুর দেড়টা পর্যন্ত একটানা কোথাও ভারি আবার কোথাও হাল্কা বৃষ্টি হয়েছে। গরমের জেরে গত এক সপ্তাহ ধরে দিনের বেলায় জেলার ব্যবসা মার খাচ্ছিল।

তাপমাত্রা নেমে যাওয়ার পর থেকে জেলার জনজীবন স্বাভাবিক হয়েছে। এ দিকে, এলাকার নিকাশি পরিকাঠামো গড়ে তোলার দাবিতে এদিন ইটাহারের বিধিবাড়ি গ্রামের কয়েকশো বাসিন্দা ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারে তৈরি একটি ঘুর্ণাবর্তের জন্যই উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE