Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মদ্যপানের নালিশে পুল-পার্টি বন্ধ

ফ্রেন্ডশিপ ডে-র ‘পুল পার্টি’তে অবাধে মদ্যপানের অভিযোগ পেয়ে শিলিগুড়ি লাগোয়া একটি বিনোদন পার্কের অনুষ্ঠান বন্ধ করে দিল পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, ‘‘কোথাও সুইমিং পুলে পার্টি হলে বিশদে সবরকম তথ্য পুলিশকে জানাতে হয়।

বিনোদন পার্কের পুল পার্টি বন্ধ করে দিচ্ছে পুলিশ। —নিজস্ব চিত্র।

বিনোদন পার্কের পুল পার্টি বন্ধ করে দিচ্ছে পুলিশ। —নিজস্ব চিত্র।

অনির্বাণ রায়
শিলিগুড়ি শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ০২:৪০
Share: Save:

ফ্রেন্ডশিপ ডে-র ‘পুল পার্টি’তে অবাধে মদ্যপানের অভিযোগ পেয়ে শিলিগুড়ি লাগোয়া একটি বিনোদন পার্কের অনুষ্ঠান বন্ধ করে দিল পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, ‘‘কোথাও সুইমিং পুলে পার্টি হলে বিশদে সবরকম তথ্য পুলিশকে জানাতে হয়। কোনও ভাবেই মদ্যপ অবস্থায় কাউকে পার্টির ভিতরে এমনকি সুইমিং পুল লাগোয়া এলাকাতেই ঢুকতে দেওয়া যায় না। সে কারণেই প্রয়োজন মতো পদক্ষেপ করা হয়েছে।’’ ওই পার্টি নিয়ে নানা অভিযোগও তাঁর কানে গিয়েছে বলে পুলিশ কমিশনার জানান।

রবিবার সকাল থেকে শিলিগুড়ি লাগোয়া দাগাপুরের বিনোদন পার্কের সুইমিং পুলে ডিজে বক্স চালিয়ে ‘ফ্রেন্ডশিপ ডে’র পুল পার্টি চলছিল। বিনোদন পার্কের মধ্যেই দু’টি পানশালা রয়েছে। সেই পানশালা থেকে মদ্যপান করে পুল পার্টিতে গিয়ে একাংশ মদ্যপ যুবক যুবতী ‘অসভ্যতা’ শুরু করে বলে অভিযোগ ওঠে। এমনকী বিনোদন পার্ক চত্বরে প্রকাশ্যেও মদ, বিয়ারের আসর শুরু হয় বলে অভিযোগ।

গত বছর হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে লাগোয়া একটি অভিজাত ক্লাবে ফ্রেন্ডশিপ ডে-র পুল পার্টিতে-ই এক তরুণীর জলে ডুবে মৃত্যু হয়। সেই পার্টিতেও দেদার মদ্যপান করে সুইমিং পুলের জলে নাচানাচির অভিযোগ উঠেছিল। সেই ঘটনার কথা মাথায় রেখেই এ দিন দুপুরে শিলিগুড়ির অভিযোগ পেয়ে সক্রিয় হয়ে ওঠে পুলিশ।

সূত্রের খবর শিলিগুড়ির পুলিশের শীর্ষস্তর থেকে পার্টি-র সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ সাদা পোশাকে পুলিশ কর্মীরা বিনোদন পার্কে পৌঁছয়। কয়েকজন মদ্যপ তরুণ-তরুণীকে গোলমালে জড়িয়ে পড়তে দেখেন সাদা পোশাকের পুলিশকর্মীরা। পুরো ঘটনাটি পুলিশের উপরমহলে জানানো হয়। এরপরেই প্রথমে বিনোদন পার্কের দু’টি পানশালায় অভিযান চালিয়ে মদ বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কিছু পরে যেখানে পুল পার্টি চলছিল সেখানে গিয়ে গানবাজনা থামিয়ে সকলকে বের করে দেন পুলিশ কর্মীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত পার্টি চলার কথা থাকলেও, ঘণ্টাখানেক আগেই পার্টি বন্ধ হয়ে যায়।

অভিযোগ, পুল পার্টি চলার সময়ে বিশৃঙ্খলা এবং মদ্যপদের ঠেকাতে যে সর্তকতা নেওয়া প্রয়োজন তার কিছুই নেওয়া হয়নি।

বিনোদন পার্কের ভিতরে ছোট বড় তিনটি সুইমিং পুল রয়েছে। রয়েছে জলের মধ্যে রাইডিংও। এলাকা জুড়ে সুইমিং পুলের চারধারে নানারকম খাবারের স্টল বসানো হয়। মঞ্চ তৈরি করে বসানো হয় ডিজে বক্স। পুল লাগোয়া দু’টি পানশালা রয়েছে। অভিযোগ, পার্টি থেকে বের হয়ে ভিজে জামাকাপড়ে পানশালায় ঢুকে কিছু ক্ষণ মদ্যপান করে ফের সুইমিং পুলের জলে নেমে যেতে দেখা যায় নানা বয়সের পুরুষ মহিলাকে। এমনকী বিনোদন পার্ক চত্বরে সারি দিয়ে দাঁড়ানো গাড়ির আড়ালেও অবাধে মদ্যপান চলতে তাকে বলে অভিযোগ।

এ দিন বিকেলে যখন সাদা পোশাকের পুলিশ বাহিনী সুইমিং পুলের পাশে গিয়ে জানতে পারে কাচের বোতলে এক ব্যক্তির হাত-পা কেটে গিয়েছে বলে অভিযোগ। সুইমিং পুল চত্বরে কাচের বোতল কী ভাবে এল উদ্যোক্তাদের কাছে তা জানতে চান পুলিশ কর্মীরা। এরপরে আর কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ। গান বন্ধ করে পার্টি থামিয়ে দেওয়া হয়।

বিনোদন পার্কের অন্যতম কর্ণধার অঙ্কুর অগ্রবাল অবশ্য কোনও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন। তাঁর কথায়, ‘‘অন্য একটি সংস্থা সুইমিং পুলে পার্টির আয়োজন করেছিল। পুলিশ ওখানে গিয়েছিল শুনেছি। তবে কোনও অভিযান হয়নি। ঠিক কী হয়েছিল, খোঁজ নেব।’’ যে সংস্থা এ দিন পার্টির আয়োজন করেছিল তাঁর কর্ণধার শঙ্কর ঘোষ দাবি করেছেন, ‘‘পার্টির জন্য অনুমতি নেওয়া হয়েছিল। পানশালায় কেউ মদ্যপান করে ঢুকে থাকলে তার দায় আমাদের নয়। পুলিশ এসেছিল। আমরাই পুলিশকে বিশৃঙ্খলা ঠেকাতে বলেছিলাম। তবে নির্ধারিত সময়ের আগে আমরাই পার্টি বন্ধ করে দিয়েছি। কোনও রকম বিশৃঙ্খলা হয়নি।’’

পুলিশ কমিশনার অবশ্য পরিষ্কার বলেন, ‘‘ওই পার্টিতে মদ্যপ অবস্থায় কিছু লোক ঢুকে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। তাই পার্টি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।’’ ওই পার্টিতে কী করে মদ্যপেরা ঢুকল, তা নিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Siliguri Pool party police swimming pool
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE