Advertisement
১৮ এপ্রিল ২০২৪

গণেশে চমক থাকছে, অসুরেও

এ বছর ৬৬ তম বর্ষে পা দিয়েছে জলপাইগুড়ি বামনপাড়া সর্বজনীনের দুর্গা পুজো৷ এ বছর তাদের পুজোর থিম সিদ্ধিদাতা গণেশ৷ আরও ভাল করে বলতে গেলে বাংলার বড় গণেশ৷ গণেশের আদলেই তৈরি হচ্ছে এই পুজোর মণ্ডপ৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০৭:২০
Share: Save:

পূজিত হবেন দেবী দুর্গা৷ কিন্তু কোনও পুজোর আকর্ষণের কেন্দ্র মহিষাসুর তো কারও আবার সিদ্ধিদাতা গণেশ৷ প্রতিমা ও মণ্ডপ সজ্জার এমন ভাবনা দিয়েই এ বারের দুর্গা পুজোয় বাজিমাত করতে চাইছে জলপাইগুড়ির দু’টি পুজো কমিটি৷

এ বছর ৬৬ তম বর্ষে পা দিয়েছে জলপাইগুড়ি বামনপাড়া সর্বজনীনের দুর্গা পুজো৷ এ বছর তাদের পুজোর থিম সিদ্ধিদাতা গণেশ৷ আরও ভাল করে বলতে গেলে বাংলার বড় গণেশ৷ গণেশের আদলেই তৈরি হচ্ছে এই পুজোর মণ্ডপ৷ ক্লাবের কার্যকরী সম্পাদক সুশোভন সরকার বলেন, ‘‘এ বার প্রথম থেকেই আমরা চেয়েছিলাম পুজোর মণ্ডপটাও হবে পুজো কেন্দ্রীকই৷ সেই অনুযায়ী শিল্পীর সঙ্গে আলোচনা শুরু হয়৷ তার পর এই থিমটা চূড়ান্ত হয়৷’’

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, মা দূর্গা স্বর্গ রাজ্যে রয়েছেন, আর পায়ের ওপর পা তুলে বসে থেকে সেই রাজ্য পাহারা দিচ্ছেন মায়ের বড় ছেল গণেশ—মণ্ডপের মধ্যে ফুটে উঠবে এই চিত্রই৷

একটি পায়ের ওপর আরেকটি পা তুলে থাকা অবস্থায় ফাঁকা অংশটি দিয়েই মণ্ডপের ভিতরে ঢুকবেন দর্শনার্থীরা৷ তবে সেখানেও থাকছে চমক৷ উদ্যোক্তাদের কথায়, ‘‘অসুরকে বধ করতে দশভুজার দশটি হাতের অস্ত্র কোন কোন দেবতা তুলে দিয়েছেন সেটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি মণ্ডপের ভিতরের কারুকার্যে৷’’

এ দিকে এ বারের পুজোয় একটু অন্যরকমের প্রতিমা করতে চলেছে জলপাইগুড়ি শহরতলি সর্বজনীন দুর্গাপুজো কমিটি৷ এ বছর ৫৫ বছরে পা দিয়েছে এই পুজো৷ এই পুজোর প্রতিমায় দেবী দুর্গার তিনটি মুখ ও অসুরের ছ’টি মুখ দেখা যাবে৷ পুজো কমিটির অন্যতম কর্তা রতু বসুর কথায়, ‘‘অসুর যতই ফিরে আসার চেষ্টা করুক না কেন, মা দুর্গা যে তাঁকে বারবার নিধন করবেন সেটা বোঝাতেই এমনটা করা হয়েছে৷’’

এ ছাড়াও শহরতলি সর্বজনীনের পুজো মণ্ডপেও থাকছে চমক৷ অসমের নল বাঁশ দিয়ে কাল্পনিক একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই পুজোর মণ্ডপ৷ যার উচ্চতা হবে পঞ্চাশ ফুট৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ganesha Durga Puja 2017 Pandal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE