Advertisement
২০ এপ্রিল ২০২৪

থমকে ট্রেন, দিনভর ভোগান্তি

আলিপুরদুয়ার ডিভিশন-সহ বিভিন্ন ষ্টেশনে দাড়িয়ে প্রায় উনিশটি গুরুত্বপূর্ণ ট্রেন। উত্তর-পূর্ব সীমান্তের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানান, এ দিন ভোর থেকে শুরু হয় রেল রোকো। ঘটনার জেরে অসমগামী এগারোটি ট্রেন ও গুয়াহাটি থেকে ছাড়া আটটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়।

হতাশ: ট্রেনে অপেক্ষায় যাত্রী। আলিপুরদুয়ার। নিজস্ব চিত্র

হতাশ: ট্রেনে অপেক্ষায় যাত্রী। আলিপুরদুয়ার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৪:১০
Share: Save:

বিভিন্ন দাবিতে অল অসম কোচ রাজবংশী ছাত্র ইউনিয়নের ডাকা রেল অবোরধে নাকাল হলেন যাত্রীরা। সোমবার ভোর থেকে অসমের বাসুগাঁও ষ্টেশনে শুরু হয় রেল রোকো। তার জেরে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বিপর্যন্ত হয়ে পড়ে এ রাজ্যের ট্রেন চলাচল।

আলিপুরদুয়ার ডিভিশন-সহ বিভিন্ন ষ্টেশনে দাড়িয়ে প্রায় উনিশটি গুরুত্বপূর্ণ ট্রেন। উত্তর-পূর্ব সীমান্তের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানান, এ দিন ভোর থেকে শুরু হয় রেল রোকো। ঘটনার জেরে অসমগামী এগারোটি ট্রেন ও গুয়াহাটি থেকে ছাড়া আটটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। দুপুর দুটো নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলের আধিকারিকেরা জানান, কাটিহার, আলিপুরদুয়ার ডিভিশন, ও অসমে রঙিয়া মালিগাঁও ডিভিশনের বিভিন্ন ষ্টেশনে ট্রেনগুলি দাঁড়িয়ে পড়ে।

আলিপুরদুয়ার ডিভিশনের ফালাকাটায় অসমগামী জম্মু-তাওয়াই এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে সকাল সাড়ে সাতটা নাগাদ। নিউ কোচবিহারে সাতটা পয়ঁত্রিশ নাগাদ দাঁড়ায় ওখা এক্সপ্রেস, পরে সেটিকে নিউ আলিপুরদুয়ার ষ্টেশনে আনা হয়। ভোর ছটা নাগাদ সরাইঘাট এক্সপ্রেসকে দাঁড় করানো হয় নিউ কোচবিহারে। পরে দশটা নাগাদ নিউ আলিপুরদুয়ারে আনা হয়। লোকমান্য তিলক এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার ভোরবেলায় দাঁড় করানো হয়েছিল। ক্যাপিটাল এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশনে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকে। তাছাড়া আলুয়াবাড়ি, নিউ জলপাইগুড়ি, কাটিহার, নিউ বঙ্গাইগাঁও, বড়পেটা, গোয়ালপাড়া-সহ বিভিন্ন ষ্টেশনে ট্রেন দাঁড় করানো ছিল। দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল দাঁড় করানো ছিল রঙিয়া ষ্টেশনে। সকাল নটা থেকে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস দাড়িয়েছিল কাটিহার ষ্টেশনে। সকাল সাড়ে নটা থেকে ডিব্রুগড় থেকে নিউ দিল্লিগামী রাজধানী দাড়িয়েছিল বঙ্গাইগাঁও ষ্টেশনে।

ট্রেনে থাকা যাত্রীদের ভোগান্তিও হয় ব্যাপক। জম্মু তাওয়াই এক্সপ্রেসের এসির চার্জ শেষ হয়ে যাওয়ায় নিউ আলিপুরদুয়ার ষ্টেশনে তা চার্জ করা হয়। ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। জম্মু-তাওয়াই এক্সপ্রেসের যাত্রী যোগিন্দর শর্মা জানান, ‘‘এমনিতেই দূরপাল্লার ট্রেন লেট চলে। তার উপর রেলরোকোর জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে।’’ সরাইঘাটের যাত্রী রাজীব বড়ুয়া বলেন, ‘‘দীর্ঘক্ষণ ট্রেনে আটকে থাকায় চরম কষ্ট হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE