Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইঁদুরের জ্বালায় ধসছে রাস্তাও

হ্যামলিনের বাঁশিওয়ালার খোঁজ চলছে জলপাইগুড়িতে। ডেঙ্গি-ম্যালেরিয়ার মরসুম এসে গিয়েছে৷ চারদিকে চিন্তা বাড়ছে মশা নিয়ে৷ অথচ, এমন একটা সময়ে ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ জলপাইগুড়ির পুরকর্তারা৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০১:৫৯
Share: Save:

হ্যামলিনের বাঁশিওয়ালার খোঁজ চলছে জলপাইগুড়িতে।

ডেঙ্গি-ম্যালেরিয়ার মরসুম এসে গিয়েছে৷ চারদিকে চিন্তা বাড়ছে মশা নিয়ে৷ অথচ, এমন একটা সময়ে ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ জলপাইগুড়ির পুরকর্তারা৷

ইঁদুরের দল অবশ্য পুরসভার ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র কুটিকুটি করে কাটছে না। চেয়ারের গদিও কেটে দিচ্ছে না৷ শহরের একের পর এক রাস্তা নষ্ট হওয়ার পিছনে ইঁদুরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন পুরসভার কর্তারা৷ হাজার চেষ্টা চালিয়েও মুষিক বাহিনীর হাত থেকে শহরের রাজপথ রক্ষা করতে না পেরে এ বার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথাও ভাবছেন তাঁরা৷

সম্প্রতি পুরকর্তাদের নজরে এসেছে, শহরের বেশ কিছু এলাকায় রাস্তা বসে যাচ্ছে৷ কিছু কালভার্টের নীচেও ক্ষতি হয়েছে৷ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে খোঁজ নিতে গিয়ে কপালে চোখ উঠে যায় পুরকর্তাদের৷ রাস্তার নীচে মাটি খুঁড়ে ঢুকে পড়ছে মুষিক বাহিনী৷ তার জেরে বেশ কিছু জায়গায় রাস্তার নীচ থেকে মাটি সরে যাচ্ছে৷ একটু ভারী যানবাহন গেলেই রাস্তার সেই অংশটা বসে যাচ্ছে৷

জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (পুর্ত) সন্দীপ মাহাতো বলেন, ‘‘ইঁদুরের হাত থেকে শহরের রাস্তাগুলিকে বাঁচানোই এই মুহূর্তে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ আমরা প্রায় ১৫-১৬টি রাস্তার সন্ধান পেয়েছি, যেগুলি ইঁদুরের দাপটে ক্ষতিগ্রস্ত৷’’ মূলত বাজার এলাকার পাশ দিয়ে রাস্তাতেই এ ধরনের সমস্যা সব থেকে বেশি হচ্ছে৷ পাশাপাশি কদমতলা, বেগুনটারি এলাকা সহ কয়েকটি কালভার্টেও সমস্যা দেখা দিয়েছে৷ ইঁদুরের হাত থেকে রাস্তা বাঁচাতে সারাই করার আগে ওষুধ মিশিয়ে দিচ্ছে পুরসভা৷ দু’দিন আগে দিনবাজারে করলা নদীর সেতু লাগোয়া রাস্তার বসে যাওয়া অংশ মেরামতের আগেও ওষুধ প্রয়োগ করা হয়৷ কিন্তু তা কত দিন কাজে দেবে, তা নিয়ে সন্দেহ রয়েছে খোদ পুরকর্তাদের একাংশেরই৷ জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, ‘‘রাস্তা বাঁচানোর উপায় বের করতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে পুরসভা৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguti Landslide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE