Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাজগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। শনিবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জের ধাঁরা পাড়ার ঘটনা। পুলিশ ও পরিবার সূত্রে খবর, ওই দিন রাত ৯টা নাগাদ ১৫-২০ জনের একটি ডাকাত দল ব্যবসায়ী সুধীররঞ্জন ধাঁরার বাড়িতে হামলা চালায়। ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাত দলটি সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ডাকাতির পর লন্ডভন্ড ঘর। নিজস্ব চিত্র।

ডাকাতির পর লন্ডভন্ড ঘর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ১৩:২৯
Share: Save:

এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। শনিবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জের ধাঁরা পাড়ার ঘটনা। পুলিশ ও পরিবার সূত্রে খবর, ওই দিন রাত ৯টা নাগাদ ১৫-২০ জনের একটি ডাকাত দল ব্যবসায়ী সুধীররঞ্জন ধাঁরার বাড়িতে হামলা চালায়। ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাত দলটি সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ, বাধা দিতে গেলে দু’রাউন্ড গুলি চালায় এবং ধারাল অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের আক্রমণ করে ডাকাতরা। আহত হন তপন মণ্ডল নামে সুধীররঞ্জনবাবুর এক কর্মচারী এবং নাতি শুভজিত সরকার। আহত হয়েছেন সুধীরবাবুর ভাই প্রবীরবাবুও। প্রায় আধ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ডাকাতরা। পরিবার সূত্রে জানানো হয়েছে, নগদ ২৫ লক্ষ টাকা এবং গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতরা। যাওয়ার সময় বোমা ফাটাতে ফাটাতে যায় তারা। পরিবারের তরফে এও জানানো হয়, ডাকাতদের মুখে কালো রং মাখানো ছিল এবং তারা হিন্দিতে কথা বলছিল। ডাকাতরা চম্পট দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই পুলিশ আসে ঘটনাস্থলে। ঘটনাস্থলের ৪ কিলোমিটারের মধ্যেই রাজগঞ্জ থানা। এত বড় একটা ডাকাতি হয়ে গেল অথচ পুলিশ টের পেল না। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

ধাঁরা পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার মনোরঞ্জন দাস নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raiganj robbery north bengal bomb police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE