Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বাগান কার, বিবাদে জখম

স্থানীয়রাই আহত তিন জনকে উদ্ধার করে আড়াইডাঙা হাসপাতালে ভর্তি করান। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

জখম: চিকিৎসাধীন। নিজস্ব চিত্র

জখম: চিকিৎসাধীন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০২:৩৩
Share: Save:

৩৯ শতকের আমবাগান কার দখলে থাকবে। তা নিয়ে বিবাদের জেরে তিন ভাইকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল খুড়তুতো ভাইদের বিরুদ্ধে। মালদহের পুখুরিয়ার গৌরীপুরে শনিবার সকালের ঘটনা।

স্থানীয়রাই আহত তিন জনকে উদ্ধার করে আড়াইডাঙা হাসপাতালে ভর্তি করান। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

রক্তাক্ত তিন ভাইকে বাসিন্দারাই আমবাগান থেকে উদ্ধার করে আড়াইডাঙ্গা হাসপাতালে ভর্তি করান। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের একজনও মারধরে আহত হয়েছেন বলে দাবি।

পুখুরিয়ার ওসি অভিষেক তালুকদার বলেন, ‘‘শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩৯ শতকের ওই আমবাগান ঘিরে রাম ঘোষের সঙ্গে তাঁর খুড়তুতো ভাই নিমাই ঘোষের দীর্ঘ দিনের বিবাদ। বাগানটি নিমাই ঘোষের দখলে থাকলেও তার কোনও রেকর্ড নেই। এ দিকে রাম ঘোষের দাবি ওই বাগান তাদের। এই মরসুমে বাগানের আম এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন রাম ঘোষ। এ দিন রামবাবুকে নিয়ে বাগানে আম পাড়তে যান ওই ব্যবসায়ী। ওই সময় প্রাথমিক শিক্ষক নিমাইবাবু ও তাঁর দুই ভাই প্রাণেন্দ্র ও জ্ঞানেন্দ্র তাতে বাধা দিতেই বিবাদ বাধে। তখনই আচমকা রাম ঘোষকে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। ঘটনার কথা জেনে রাম ঘোষের দুই ভাই ভোদল ও অতুল ঘোষ ছুটে আসলে তাঁদেরও হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এদের মধ্যে রাম ও ভোদল ঘোষের অবস্থা আশঙ্কাজনক।

আহত অতুলের অবশ্য দাবি, ‘‘ওই বাগান আমাদের। ওরা জোর করে দখল করে রেখেছে।’’

যদিও অভিযুক্তদের বাবা জ্যোতিষ ঘোষের দাবি, ‘‘বাগান আমাদের। আম পাড়তে বাধা দেওয়ায় ওরাই প্রথমে আমার ছেলেদের উপরে চড়াও হয়। পুলিশের ভয়ে ওরা হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Scuffle Garden Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE