Advertisement
২৫ এপ্রিল ২০২৪

একই রোগীর রক্তের গ্রুপ পৃথক

কোচবিহার জেলার মেখলিগঞ্জের তিন বিঘা এলাকায় বাড়ি বছর বাইশের মাম্পি রায়ের৷ রবিবার তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করান বাড়ির লোকেরা৷ রক্ত দেওয়ার পরামর্শ দেন ডাক্তারেরা৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ১৪:২০
Share: Save:

রোগী এক জনই৷ অথচ, রক্ত পরীক্ষার সময় কখনও তার গ্রুপ দেখাচ্ছে এবি পজিটিভ, কখনও এবি নেগেটিভ৷ স্বাভাবিক ভাবেই এই ঘটনায় প্রথমটায় ধন্দে পড়ে গিয়েছিলেন খোদ চিকিৎসকরা৷ তবে বিশেষজ্ঞদের থেকে মতামত নিয়ে তাঁরা বলছেন, এই ঘটনা বিরল হলেও, একেবারে অস্বাভাবিক নয়৷

কোচবিহার জেলার মেখলিগঞ্জের তিন বিঘা এলাকায় বাড়ি বছর বাইশের মাম্পি রায়ের৷ রবিবার তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করান বাড়ির লোকেরা৷ রক্ত দেওয়ার পরামর্শ দেন ডাক্তারেরা৷ সেই অনুযায়ী তাঁর রক্তের গ্রুপ পরীক্ষা করতে দেখা যায়—এবি নেগেটিভ৷ কিন্তু সেই রক্ত সেই সময় জলপাইগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ছিল না৷ তাই গৃহবধূর রক্তের নমুনা সহ তার বাড়ির লোককে তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠান৷ কিন্তু সেখানে পরীক্ষার পর দেখা যায় মাম্পির রক্ত এবি পজিটিভ৷ বিষয়টি জানতে পেরে জেলা হাসপাতালে ফের বধূর রক্তের পরীক্ষা হলে গ্রুপ এবি নেগেটিভ বের হয়৷ এরপর হাসপাতাল কর্তৃপক্ষ একটি বেসরকারি প্যাথোলজিক্যাল সেন্টারে ওই বধূর রক্তের পরীক্ষা করলে সেখানে গ্রুপ এবি পজিটিভ বের হয়৷ বুধবার বিকালে তার শরীরের এক ইউনিট এবি নেগেটিভ রক্ত দেওয়া হয়৷ জেলা হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন, বিষয়টি বিরল হলেও একেবারে অসম্ভব নয়৷ তাঁর কথায়, ওই রোগীর রক্তে আর এইচ ফ্যাক্টর থাকার জন্য এবি নেগেটিভের পাশাপাশি হাল্কা এবি পজিটিভও দেখাচ্ছে৷ কিন্তু ওই রোগীর শরীরে এবি পজিটিভ রক্ত দেওয়া হলে প্রতিক্রিয়া হতে পারে৷ সে
জন্য আমরা তাঁকে এবি নেগেটিভ রক্ত দেব৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE