Advertisement
২০ এপ্রিল ২০২৪

মমতার নিদানে শঙ্কা পুরসভায়

ডেঙ্গি প্রতিরোধে যে পুরসভা ব্যর্থ হবে, তাকে ভেঙে দেওয়া হবে— সোমবার কঠোর নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই সিঁদুরে মেঘে দেখছে শিলিগুড়ি পুরসভা। রাজ্যে হাতে গোনা যে ক’টি পুরসভা বিরোধীদের দখলে আছে, শিলিগুড়ি তার অন্যতম।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০২:২৩
Share: Save:

ডেঙ্গি প্রতিরোধে যে পুরসভা ব্যর্থ হবে, তাকে ভেঙে দেওয়া হবে— সোমবার কঠোর নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই সিঁদুরে মেঘে দেখছে শিলিগুড়ি পুরসভা। রাজ্যে হাতে গোনা যে ক’টি পুরসভা বিরোধীদের দখলে আছে, শিলিগুড়ি তার অন্যতম। এবং এখানে এ বছর প্রথম থেকেই জ্বরের প্রকোপ মারাত্মক। এই সুযোগ কাজে লাগিয়ে যদি রাজ্য সরকার পুরবোর্ড ভেঙে দেন, এই আশঙ্কায় ভুগতে শুরু করেছেন এই পুর কর্তৃপক্ষ।

স্বাভাবিক ভাবেই এর বিরুদ্ধে সরব হয়েছেন মেয়র অশোক ভট্টাচার্য। বলেছেন, ‘‘স্বৈরাচারী মোদী সরকার যে ধরনের কথা বলে, এখন তা মুখ্যমন্ত্রীর মুখে শোনা যাচ্ছে।’’ তাঁর কথায়, ‘‘তবে এই কাজ করতে গেলে মুখ্যমন্ত্রীকে সবার আগে কলকাতা, বিধাননগর, সাউথ দমদম, বারাসত, হাবরার মতো পুরসভাকে ভাঙতে হবে।’’ তাঁর দাবি, ‘‘স্বাস্থ্য দফতরের রিপোর্ট শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ন্ত্রণে। আমাদের পুরসভা ভাঙতে হলে স্বাস্থ্য দফতরের ওই রিপোর্টকে মিথ্যে প্রমাণ করতে হবে।’’ সব শেষে তিনি পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ‘‘ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী তা করে দেখান। শিলিগুড়ি একমাত্র পুরসভা, যারা এই আর্থিক বছরে ওই কাজের জন্য এক টাকা না-পেলেও তা করেছে এবং করছে।’’

বিরোধী তৃণমূলের অবশ্য দাবি, শিলিগুড়ি পুরসভা ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ। বাধ্য হয়ে রাজ্য এসজেডিএ-কে বরাদ্দ দিয়ে ডেঙ্গি প্রতিরোধের কাজে নামিয়েছে। পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, ‘‘আমরা আজ, মঙ্গলবারই শিলিগুড়ির বিস্তারিত তথ্য মুখ্যমন্ত্রীর কাছে পাঠাব।’’ তাঁর দাবি, শহরে ডেঙ্গিতে একাধিক মৃত্যু ঘটেছে। জ্বরে আক্রান্ত ১২ হাজারেরও বেশি।

এ দিন ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পুরসভা বোর্ড মিটিংয়েও শাসক-বিরোধী চাপানউতোর চলে। তৃণমূল কাউন্সিলর নান্টু পালের বক্তব্য, রাজ্যে ডেঙ্গির উৎপত্তিস্থলই হল শিলিগুড়ি। এখান থেকেই সারা রাজ্যে ডেঙ্গি ছড়িয়ে গিয়েছে। তা শুনে স্নিগ্ধা হাজরার মতো বাম কাউন্সিলররা কটাক্ষ করে বলেছেন, ‘‘শিলিগুড়ির মশা কি ট্রেনে করে কলকাতায় গিয়ে ডেঙ্গি ছড়িয়েছে?’’ শিলিগুড়িতে ডেঙ্গি, ভাইরাল জ্বর পরিস্থিতিতে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে নথিভুক্ত নার্সিংহোমে গিয়েও রোগীরা পরিষেবা পাচ্ছে না বলে তাঁদের পাল্টা অভিযোগ। শিলিগুড়ি হাসপাতালে জ্বরের রোগীদের পরিষেবা মিলছে না বলে সরব হন কংগ্রেস কাউন্সিলর সীমা সাহাও। সিপিএমের ৪ নম্বর বরো কমিটির চেয়ারম্যান অসীম সাহার অভিযোগ, ডেঙ্গি প্রতিরোধে প্রচার, স্প্রে করা, ব্লিচিং ছড়ানোর মতো কাজে এসজেডিএ যে কাজ করছে, তা বেছে বেছে তৃণমূলের ওয়ার্ডে।

কৃষ্ণ পাল, রঞ্জনবাবুরা জানান, শহরে ডেঙ্গি মহামারীর আকার নিচ্ছে। পুরসভা কী করছে? মেয়রের দাবি, ‘‘এসজেডিএ যে কাজ করছে, তা নিজেদের টাকায় নয়। শিলিগুড়ি পুরসভার টাকা এসজেডিএ-কে দেওয়া হয়েছে। যা ঠিক নয়।’’ স্বাস্থ্য দফতরের রিপোর্টকে ঢাল করে মেয়র দাবি করেন, ৩৬তম সপ্তাহে শিলিগুড়ি শহরে ডেঙ্গিতে আক্রান্ত হন ১৯২ জন। ৩৭-৪২তম সপ্তাহে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৮৯, ১৩৩, ৭৫, ৬৭, ৪০, ৫০ জন। গত সপ্তাহে তথা ৪৪তম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ২৪ জন। ডেঙ্গি যে কমছে তা স্বাস্থ্য দফতরই বলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE