Advertisement
২৫ এপ্রিল ২০২৪

উদ্ধারে এনডিআরএফ

ওই এলাকায় প্রচুর মানুষ জলবন্দি হয়ে রয়েছেন বলে শনিবার রাতে প্রশাসনের কাছে খবর পৌঁছয়৷ ওই রাতেই সেখানে পৌঁছে যান প্রশাসনের কর্তারা৷ ডাকা হয় এনডিআরএফকেও৷ রবিবার সেখানে যান জেলাশাসক রচনা ভকত ও পুলিশ সুপার অমিতাভ মাইতি৷ প্রশাসনের এক কর্তা জানান, অনেকেই বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে যেতে চাননি৷

দুর্গত: ত্রাণ শিবিরের পথে। জলপাইগুড়িতে। ছবি: সন্দীপ পাল

দুর্গত: ত্রাণ শিবিরের পথে। জলপাইগুড়িতে। ছবি: সন্দীপ পাল

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ০৬:২০
Share: Save:

বন্যার্তদের উদ্ধারে নামতে হল বিএসএফ ও এনডিআরএফকে। জলপাইগুড়ির বোয়ালমারি নন্দনপুরে বাহের চরে জলবন্দিদের উদ্ধার করল তারা।

ওই এলাকার বেশ কিছু মানুষ ইতিমধ্যেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন৷ কিন্তু অনেকে এখনও চরে থেকে যাওয়ায় রবিবার রাতভর বিএসএফ ও এনডিআরএফ সেখানে নজরদারি চালাবে বলে প্রশাসনের কর্তারা জানিয়েছেন৷

ওই এলাকায় প্রচুর মানুষ জলবন্দি হয়ে রয়েছেন বলে শনিবার রাতে প্রশাসনের কাছে খবর পৌঁছয়৷ ওই রাতেই সেখানে পৌঁছে যান প্রশাসনের কর্তারা৷ ডাকা হয় এনডিআরএফকেও৷ রবিবার সেখানে যান জেলাশাসক রচনা ভকত ও পুলিশ সুপার অমিতাভ মাইতি৷ প্রশাসনের এক কর্তা জানান, অনেকেই বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে যেতে চাননি৷ তাঁদের বোঝানো হয়। জলপাইগুড়ি সদরের বিডিও তাপসী সাহা জানান, এই মুহুর্তে এনডিআরএফ ও বিএসএফ এলাকায় রয়েছে৷ পাশাপাশি প্রশাসনের অন্য কর্তারাও রয়েছেন। বাহের চরের পাশাপাশি কচুয়া বোয়ালমারি চর থেকেও প্রচুর মানুষকে এ দিন ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে৷

এদিকে, রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকায় জলপাইগুড়ি জেলার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। বিভিন্ন নদীর জলও কমতে শুরু করেছে৷ জলপাইগুড়ি শহরের প্রায় সব এলাকা থেকেই জল নেমে গিয়েছে৷ জল নেমেছে ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকাতেও৷ জল নামছে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flood Rain BSF NDRF বন্যা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE