Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দ্বন্দ্বে পুরসভা, হাসপাতাল

তৃণমূল সরকারের নির্দেশ মানছে না খোদ তৃণমূল পরিচালিত পুরসভাই! এমনই অভিযোগ জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০১:৫১
Share: Save:

তৃণমূল সরকারের নির্দেশ মানছে না খোদ তৃণমূল পরিচালিত পুরসভাই! এমনই অভিযোগ জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে৷

শহরের নোংরা আবর্জনা পরিষ্কার নিয়ে ইতিমধ্যে ভুরিভুরি অভিযোগ উঠেছে জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে৷ এ বার জেলা হাসপাতালের বর্জ্য পরিষ্কার নিয়ে খোদ রাজ্য সরকারের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল এই পুরসভার বিরুদ্ধে৷ এই ঘটনায় ক্ষুব্ধ জলপাইগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাদের অভিযোগ, পুরসভাকে বারবার আবেদন নিবেদন করেও কোনও কাজ হচ্ছে না৷ ফলে হাসপাতালের বর্জ্য মাসের পর মাস জমে থাকছে হাসপাতালেই৷

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মাস কয়েক আগে রাজ্য সরকার একটি নির্দেশে রাজ্যের সব পুরসভাকেই জানিয়ে দেয়, হাসপাতালের বর্জ্য নিয়মিত পরিস্কার করতে হবে৷ কিন্তু সরকারের সেই নির্দেশ সত্ত্বেও জলপাইগুড়িতে তা কার্যকর হচ্ছেনা৷ হাসপাতাল সূত্রের খবর, সাত শতাধিক বেডের এই জেলা হাসপাতালে প্রতিদিন প্রচুর চিকিৎসা-বর্জ্য জমে৷ যেগুলি প্যাথোলজি বিভাগের পিছনে একটি ঘরে জমান হয়৷ বায়ো মেডিক্যাল বর্জ্যগুলি একটি সংস্থা নিয়মিত নিয়ে গেলেও, সাধারণ বর্জ্য সেখানেই প্রতিদিন জমতে থাকে৷

হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন, ‘‘সরকারি নিয়ম অনুযায়ী, ভ্যাটে জমা এই সাধারণ বর্জ্য নিয়মিতভাবে পুরসভারই নিয়ে যাওয়ার কথা৷ এত বড় একটা হাসপাতালে সপ্তাহে অন্তত দুবার এসে সেই বর্জ্য নেওয়া উচিত পুরসভার৷ কিন্তু আমরা বারবার চিঠি করলেও পুরসভা কোনও উত্তর দেয়না৷’’ তাঁর ক্ষোভ, অনেক আবেদনের পর হয়তো এক-দু’মাস পর একবার এসে তারা বর্জ্য নিয়ে যায়৷ কিন্তু ততদিন সেই আবর্জনা থেকে বের হওয়া দুর্গন্ধে রীতিমত কাহিল হতে হয় রোগী, তাঁদের পরিজন বা হাসপাতালের আশপাশে থাকা মানুষদের৷ হাসপাতালের এক কর্তা বলেন, ‘‘একমাত্র কখনও কোনও বড় ধরনের ভিআইপি শহরে বা হাসপাতালে তবেই পুরসভা নিজে থেকে এসে ভ্যাট পরিস্কার করে নিয়ে যায়৷’’

জলপাইগুড়ির পুর কর্তারা অবশ্য এই অভিযোগ মানতে নারাজ৷ পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, ‘‘হাসপাতালের এই অভিযোগ সম্পুর্ন মিথ্যা৷ ভ্যাটে খানিকটা বর্জ্য জমার পর হাসপাতাল কর্তৃপক্ষ ফোনে জানালেই সঙ্গে সঙ্গে পুরসভা তা সংগ্রহ করে পরিস্কার করে দেয়৷’’ তাঁর পাল্টা অভিযোগ, ‘‘বায়ো মেডিক্যালের বর্জ্য ও সাধারণ বর্জ্য আলাদা রাখার দায়িত্ব হাসপাতালের৷ ওই দুই বর্জ্য একসঙ্গে মিশে থাকলে তা সংগ্রহ করবেনা পুরসভা৷’’

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, নিয়মিত বর্জ্য পরিস্কার না করা নিয়ে অনেক সময় এই যুক্তিও দেয় পুরসভা৷ আর সেজন্যই আমরা পুরসভাকে বলেছি, যখন ওরা ভ্যাটের নোংরা সংগ্রহে আসবে তখন হাসপাতালের কর্মীরাও সেখানে থাকবেন৷ ওই দুই বর্জ্য মিশে থাকলে তা তাঁরাই আলাদা করে দেবেন৷ যদিও পুরসভার এক কর্তা পাল্টা বলেন, ‘‘হাসপাতাল কর্তারা যতটা সহজে এই কথা বলছেন, ততটা সহজে তারা তা পালন করেন না৷ তাই এই সমস্যা৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Politics TMC Jalpaiguri Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE