Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সংসদ নিয়ে নালিশ

কলেজের ছাত্র সংসদ গঠনের আগে মোটা টাকা ও চাকরির প্রলোভন দেখিয়ে সদস্য কেনাবেচার অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মালদহের সামসি। ওই কলেজে ছাত্র সংসদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়ী হয়েছে টিএমসিপি।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৫১
Share: Save:

কলেজের ছাত্র সংসদ গঠনের আগে মোটা টাকা ও চাকরির প্রলোভন দেখিয়ে সদস্য কেনাবেচার অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মালদহের সামসি।

ওই কলেজে ছাত্র সংসদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়ী হয়েছে টিএমসিপি। ফলে সংসদ গড়ার ক্ষেত্রে তারা এগিয়ে থাকলেও আটটি আসন পেয়ে কাঁধে নিশ্বাস ফেলছে সিপি ও এসএফআই। কিন্তু কলেজের নির্বাচিত সদস্যদেরও মোটা অর্থ ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কেনাবেচার অভিযোগকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সিপি তাদের তিন সদস্যকে এক লক্ষ টাকা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দলে টানতে চাইছে বলে অভিযোগ তুলেছে টিএমসিপি। আবার চাকরির লোভ দেখিয়ে টিএমসিপি তাদের কয়েকজনকে দলে টানতে চাইছে বলে পাল্টা অভিযোগ সিপির। পরিস্থিতি এমনই যে আগামী ২৫ জানুয়ারি সংসদ গঠনের আগে দু’পক্ষই তাদের সদস্যদের গোপন শিবিরে কার্যত বন্দি করে রেখেছে!

গত ১৪ জানুয়ারি মালদহের তিনটি কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়! নির্বাচনে টিএমসিপির বিরুদ্ধে সিপি ও এসএফআই আসন সমঝোতা করে প্রার্থী দিয়েছিল। কিন্তু চাঁচল ও সাউথ মালদহ কলেজে হারলেও সামসি কলেজে টিএমসিপি জয়ী হয়। ১৯ আসনের মধ্যে টিএমসিপি ১১ ও সিপি-এসএফআই আটটি আসনে জয়ী হয়। কিন্তু এবার সিপি ও এসএফআই আসন সমঝোতা করে প্রার্থী দিয়ে আটটি আসনে জয় পেয়ে টিএমসিপির কাঁধে নিঃশ্বাস ফেলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE