Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পেট্রোল পাম্পে আজ ধর্মঘট

জানা গিয়েছে, মালদহ সহ উত্তরবঙ্গের সাত জেলায় মোট ৩৮৯ পেট্রোল পাম্প রয়েছে। সেই পাম্পগুলির সমস্ত মালিকদের নিয়ে গঠিত উত্তরবঙ্গ পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। গত, ২৫ জুন সংগঠনের তরফে শিলিগুড়িতে বৈঠক করা হয়।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ০২:২৮
Share: Save:

পেট্রোল ও ডিজেলের দাম দৈনিক বাড়বে ও কমবে। কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতায় ২৪ ঘণ্টার ধর্মঘট ডাকল উত্তরবঙ্গ পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। আজ, বুধবার উত্তরবঙ্গ জুড়ে সমস্ত পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। পাম্পগুলিতে ধর্মঘটের বিষয়ে সাইন বোর্ডও ঝোলানো হয়েছে। পেট্রোল পাম্প ধর্মঘটের প্রভাব পড়বে পরিবহণের উপরেও। তাই মঙ্গলবার সকাল থেকেই মালদহের পাম্পগুলিতে পেট্রোল ও ডিজেল নেওয়ার হিড়িক পড়েছে। তবে ধর্মঘটের জেরে সমস্যায় পড়তে হবে বাস, ট্রাক চালকদের।

জানা গিয়েছে, মালদহ সহ উত্তরবঙ্গের সাত জেলায় মোট ৩৮৯ পেট্রোল পাম্প রয়েছে। সেই পাম্পগুলির সমস্ত মালিকদের নিয়ে গঠিত উত্তরবঙ্গ পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। গত, ২৫ জুন সংগঠনের তরফে শিলিগুড়িতে বৈঠক করা হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার উত্তরবঙ্গ জুড়ে সমস্ত পাম্প বন্ধ রাখা হবে। সংগঠনের দাবি, গত ১৬ জুন কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক সিদ্ধান্ত নেয় দৈনিক পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি ও হ্রাস পাবে। সেই অনুযায়ী এক সপ্তাহে পেট্রোল তিন এবং ডিজেল আড়াই টাকা কমেছে। তেলের দাম কমে যাওয়ার ফলে আর্থিক সমস্যায় পড়ছেন বলে পাম্প মালিকদের অভিযোগ। পাম্প মালিক সংগঠনের জরুরি সাধারণ সভার চেয়ারম্যান আনন্দ মোরে বলেন, ‘‘কেন্দ্রের সিদ্ধান্তে সরাসরি ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। বেশি দিন চললে আর্থিক ক্ষতি চরমে পৌঁছবে। অনেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন।’’

অভিযোগ, বেশি টাকা দিয়ে তেল কিনে কম দামে বিক্রি করতে হচ্ছে। উত্তরবঙ্গ পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল পাল চৌধুরী বলেন, ‘‘বাধ্য হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ মালদহ বেসরকারি পরিবহণ ফোরামের সভাপতি নিমাই বিশ্বাস বলেন, বাস, ম্যাক্সি ট্যাক্সি এবং ট্রাকে প্রতিদিন তেল ভরতে হয়। এমন অবস্থায় একদিন পাম্প বন্ধ থাকলে দিনভর গাড়ি চালানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE