Advertisement
১৭ এপ্রিল ২০২৪

ডালখোলা-জট কাটাতে জমি কিনছে প্রশাসন

ইসলামপুর থানার অন্তর্গত ওই রাস্তাটি করণদিঘির বোতলবাড়ি কিংবা দোমহনা পর্যন্ত গিয়ে শেষ হয়। ডালখোলার যানজট এড়িয়ে যাওয়া যায় বলে এলাকার ওই রাস্তার বেশ চল হয়েছে। তার পরেও রাস্তা কয়েক কিলোমিটার কম হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০৩:৫০
Share: Save:

দীর্ঘ কয়েক বছরেও তৈরি হয়নি ইসলামপুরের ধনতলা এলাকাতে ঢোকার মুখে রাস্তা। এই রাস্তা তৈরি হলে ডালখোলা রেলগেটের যানজট এড়ানো যাবে। সমস্ত জটিলতা কাটাতে এ বার এলাকার ওই রাস্তা তৈরির জন্য ৩০০ মিটার রাস্তার জন্য জমি কিনছে প্রশাসন।

উত্তর দিনাজপুরের জেলা শাসক আয়েশা রানি বলেন, ধনতলা দিয়ে ঢোকার মুখের রাস্তাটির মুখের দিকটি ঘুরিয়ে করার কথা। সেই জন্যই এলাকাতে জমি কিনেই পুর্ত দফতরের হাতে তুলে দেওয়া হবে। তারাই রাস্তার কাজ করবে।

গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানির কথায়, রাস্তা ছাড়া কোনও উন্নয়ন সম্ভব নয়, এলাকার মানুষকে তা বুঝতে হবে। ওই রাস্তা তৈরিতে প্রশাসনকে সহযোগিতা করবেন এলাকার বাসিন্দারা, এটাই কাম্য।

ইসলামপুর থানার অন্তর্গত ওই রাস্তাটি করণদিঘির বোতলবাড়ি কিংবা দোমহনা পর্যন্ত গিয়ে শেষ হয়। ডালখোলার যানজট এড়িয়ে যাওয়া যায় বলে এলাকার ওই রাস্তার বেশ চল হয়েছে। তার পরেও রাস্তা কয়েক কিলোমিটার কম হয়। কিন্তু সমস্যার মূলে দাঁড়িয়েছে ঢোকার মুখের মাত্র ৩০০ মিটার রাস্তা।

এক সময় সামান্য খানাখন্দ থাকলেও এখন নানা ধরনের যাত্রীবাহী ও মালবাহী গাড়ি চলায় অনেক বড় আকার নিয়েছে রাস্তার গর্তগুলি। সামান্য বৃষ্টি হলেই জল জমে গেলে বিপদে পড়তে হয় গাড়ির চালকদের। কখনও গাড়ির আটকে যায়। কখনও বা উল্টে যাওয়ার উপক্রম হয়। তবে দ্রুত সেই কাজটি না মিটলে বিপদ আরও বাড়বে বলেই মনে করছেন বাসিন্দারা।

তবে প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই জমি মাপ হয়ে গিয়েছে। জুনের মধ্যেই বাকি প্রক্রিয়ার কাজও শেষ করার কথা। তার পরে রাস্তা তৈরি হওয়ার কথা। বর্ষার আগে কাজটি হবে কি না, তা নিয়েই প্রশ্ন থেকে গিয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ছোট ওই রাস্তায় প্রচুর ভারি ট্রাক ঢুকে পড়ায় রাস্তার পরিস্থিতি খারাপ হয়। সামান্য বৃষ্টিতেই ধুয়ে যায় পিচের চাদর। রাস্তা ঠিক করার পাশাপাশি প্রশাসনের সেই দিকটিও নজর দেওয়া উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE