Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অজানা জ্বরে মৃত্যু মহিলার

জলপাইগুড়ি জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সাবিত্রী রায় (৪০)৷ তাঁর বাড়ি ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের কাছে পশ্চিম শালবাড়িতে৷

বিশ্রাম: ছায়ায় অপেক্ষা। জলপাইগুড়ি হাসপাতালে। ছবি: সন্দীপ পাল

বিশ্রাম: ছায়ায় অপেক্ষা। জলপাইগুড়ি হাসপাতালে। ছবি: সন্দীপ পাল

পার্থ চক্রবর্তী
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ০২:৩৬
Share: Save:

গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে জ্বরের প্রকোপ চলছে৷ তারই মধ্যে অজানা জ্বরে এক মহিলার মৃত্যু হল জলপাইগুড়িতে৷ ময়নাগুড়ির বাসিন্দা ওই মহিলা গত সোমবার রাতে মারা যান৷ মহিলার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মঙ্গলবার তাঁর দেহের ময়না তদন্ত করা হয়েছে৷

জলপাইগুড়ি জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সাবিত্রী রায় (৪০)৷ তাঁর বাড়ি ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের কাছে পশ্চিম শালবাড়িতে৷ সাবিত্রীদেবীর আত্মীয় কমল রায় জানান, রবিবার সন্ধ্যা থেকে আচমকাই জ্বরে আক্রান্ত হন সাবিত্রীদেবী৷ সোমবার সকালের দিকে জ্বর খানিকটা কম থাকলেও দুপুরের পর মারাত্মকভাবে বেড়ে যায়৷ প্রথম দিকে দোকান থেকে কিনে আনা ওষুধ তাঁকে খাওয়ানো হলেও সোমবার বিকেলে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান তাঁর বাড়ির লোকেরা৷ এরপর চিকিৎসকের পরামর্শে তাকে জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়৷ কিন্তু সেখানে আইসিইউ-তে বেড খালি না থাকায় সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন৷

তবে জ্বরেই যে ওই মহিলার মৃত্যু হয়েছে তা মানতে নারাজ স্বাস্থ্য দফতরের কর্তারা৷ হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন, ‘‘হাসপাতালে ওই মহিলাকে মৃত অবস্থায় আনা হয়েছিল৷ তার বাড়ির লোকেরা জ্বর এসেছিল বললেও, জ্বরেই যে তার মৃত্যু হয়েছে তা বলা যাবেনা৷ অন্য কোন কারণেও তার মৃত্যু হতে পারে৷’’ সুপার জানান, সে জন্যই তাঁর দেহটি ময়নাতদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে৷

কয়েকদিন ধরেই জলপাইগুড়ি জেলা জুড়ে জ্বরের প্রকোপ চলছে৷ জেলাজুড়ে বিভিন্ন হাসপাতালে প্রায় দুশো রোগী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে৷ এরমধ্যে মোহিত নগরের বাসিন্দা এক মহিলাকে ডেঙ্গি সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর ডেঙ্গি হয়েছে কি না জানতে এদিন প্রয়োজনীয় রক্তের পরীক্ষা করা হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri Hospital Unknown fever Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE