Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ছিটমহলে গোলমাল

ছিটমহলে ঢুকে বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠেছে। সোমবার দিনহাটা লাগোয়া করলা ছিটমহল এলাকায় ওই ঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এদিন সকালে একদল যুবক মোটর বাইকে ওই ছিটমহলে ঢুকে পড়ে গোলমাল শুরু করে। এলাকার বাসিন্দা সবিদুল হককে মারধর করা হয়।

নিজস্ব সংবাদদাতা
দিনহাটা শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০১:৩০
Share: Save:

ছিটমহলে ঢুকে বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠেছে। সোমবার দিনহাটা লাগোয়া করলা ছিটমহল এলাকায় ওই ঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এদিন সকালে একদল যুবক মোটর বাইকে ওই ছিটমহলে ঢুকে পড়ে গোলমাল শুরু করে। এলাকার বাসিন্দা সবিদুল হককে মারধর করা হয়। কয়েকজনকে মারধরের হুমকি দেন তাঁরা। সাত্তার আলি নামে এক বাসিন্দার বাড়ি ভাঙচুর করা হয়। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহকারী সম্পাদক দীপ্তিমান সেনগুপ্তও বলেন, “কোনও দলের প্রশ্ন নেই। কিছু দুষ্কৃতী ওই হামলা চালায়।” কোচবিহারের পুলিশ সুপার রাজেশ যাদব অবশ্য বলেন, “ওরকম কোন ব্যাপারে অভিযোগ পাইনি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chitmahal Violence Bangladesh Border
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE