Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ব্যবসায়ীদের

এক ব্যবসায়ী দম্পতিকে মারধরের ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার না করায় ক্ষুদ্ধ আলিপুরদুয়ার কোর্ট ব্যাবসায়ী সমিতি। গত ২৪ সেপটেম্বর আলিপুরদুয়ার ১ নং আসাম গেটে এক মহিলার শ্লীলতাহানি ও তাঁর স্বামীকে মারধর করে এলাকার এক মোটরবাইক ব্যবসায়ী।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৪ ০১:৫৬
Share: Save:

এক ব্যবসায়ী দম্পতিকে মারধরের ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার না করায় ক্ষুদ্ধ আলিপুরদুয়ার কোর্ট ব্যাবসায়ী সমিতি। গত ২৪ সেপটেম্বর আলিপুরদুয়ার ১ নং আসাম গেটে এক মহিলার শ্লীলতাহানি ও তাঁর স্বামীকে মারধর করে এলাকার এক মোটরবাইক ব্যবসায়ী। ব্যবসায়ী সংগঠনের অভিযোগ ঘটনার পর ২০দিন কেটে গেলেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশ বার বার অভিযান চালিয়েছে অভিযুক্ত সুদীপ্ত সরকার পলাতক তার খোঁজ চলছে আলিপুরদুয়ার কোর্ট ব্যবসায়ী সমিতির সম্পাদক সান্টু সরকার জানান, এলাকায় মোবাইল দোকান ও বিউটির্পালার চালান এক ব্যবসায়ী দম্পতি। তারা ২৪ সেপেটেম্বর সকালে বাড়ি থেকে বেড়িয়ে দোকানে যাবার সময় দেখেন এলাকার মোটরবাইক ব্যবসায়ী সুদীপ্ত সরকার রাস্তা আটকে ধুমপান করছে কিছু যুবকে নিয়ে। ওই দম্পতি যুবকদের সেখান থেকে সরে যেতে বলেন ।অভিযোগ সুদীপ্ত ওদের উপর হামলা করে মহিলার স্বামীকে বেধড়ক মারধর করেন। মহিলা বাঁচাতে গেলে তাকেও ধাক্কা মেরে ফেলে চুড়িদার ধরে টানাটানি করা হয়। ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। ওই মহিলা ঘটনার দিন থানায় অভিযোগ জানিয়েছেন। গত ১১ অক্টোবর ব্যবসায়ী সংগঠনের তরফে আমারাও থানায় অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছি। তবে পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। মহিলার অভিযোগ আমাদেরকে মারধর করে সুদীপ্ত সরকার আমাকে মাটিতে ফেলে চুড়িদার ধরে টানাটানি করে। উল্টে আমার স্বামীর নামে সুদীপ্ত দোকানে ঢুকে ছিনতাইয়ের মিথ্যে অভিযোগ পুলিশে জানায়। ঘটনার পর আমার স্বামী জামিন নিয়েছেন। তবে পুলিশ এখনও সুদীপ্ত সরকারকে গ্রেফতার করেনি।

সুদীপ্ত সরকারকে ফোন করা হলে তার মোবাইল সুইচ অফ পাওয়া যায়। সুদীপ্তর আইনজীবী সম্রাট দে জানান, “মিথ্যে অভিযোগ আনা হয়েছে। আগাম জামিনের জন্য সুদীপ্ত হাইকোর্টে গিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alipurduar businessman anger against police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE