Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সম্পাদক সমীপেষু

ক্যামেরার মৃত্যু?

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৪ ০০:০১
Share: Save:

ক্যামেরার মৃত্যু?

ঋজু বসুর লেখাটি (‘ক্যামেরার মৃত্যু’, ১১-১০) অনেক স্মৃতি, পুরনো দৃশ্যপটকে ঝরা পাতার মতো উড়িয়ে এনেছিল, আর বারবার মনে পড়ছিল, যন্ত্রটার কি পুরোপুরি মৃত্যু হল, না কি আরও অনেক দিন ধুকপুক ধুকপুক প্রাণ নিয়ে আহত পাখির মতো এর-ওর হাতে ঘোরাঘুরি করবে? জ্ঞান হওয়ার পর থেকে যাঁদের কখনও দেখিনি, সেই ঠাকুমা-ঠাকুর্দার সাদাকালো ফ্রেমবন্দি ছবি চিনিয়ে দিয়েছে আমার পূর্বপুরুষকে। মায়ের মৃত্যুর পরও দেখেছি উঠোনে শোওয়ানো মানুষটি তখনও যেন কার জন্য অপেক্ষা করছিলেন। স্টুডিয়ো থেকে ফোটোগ্রাফার এসে কয়েকটা শট নেওয়ার পরই কাছের মানুষটা চার জনের কাঁধে চেপে হারিয়ে গেলেন। ছবিটা এখনও আমার কাছের মানুষকে দূরে যেতে দেয়নি।

সন্দীপন নন্দী। বালুরঘাট, দক্ষিণদিনাজপুর

আবার চালু হোক

সল্টলেক সেক্টর ওয়ানের কয়েকটি রাস্তার বাসরুট সম্পূর্ণ অবহেলিত। আগে সেকেন্ড অ্যাভিনিউ (সিএ আইল্যান্ড-পি এন্ড টি-সিটি সেন্টার-হাসপাতাল-লালকুঠি) দিয়ে ৪১/১/এ, ৪৭/২, ৪৬ বি, ২১৫ বি, এস ২৩, বেলগাছিয়া মিনি, নিউগড়িয়া-কলকাতা, এল ১৪ ডি ইত্যাদি বাস চলত। বেশ কিছু দিন আগে ক্রস রোড ২ (৩ নং ট্যাঙ্ক-পি এন্ড টি ২ নং গেট-সিটি সেন্টার-ই সি মার্কেট-পুরভবন) দিয়ে শাট্ল ৯, এস ১৪, যাদবপুর মিনি ইত্যাদি বাসগুলি যাতায়াত করত। বর্তমানে সব রুটই বন্ধ। অনেকগুলি নতুন রুট চালু হচ্ছে। আমার প্রস্তাব কয়েকটি নতুন রুট পি এন বি-৩ নং ট্যাঙ্ক-সিটি সেন্টার-পুরভবন-করুণাময়ী-সেক্টর ৫-নিউটাউন হয়ে যাতায়াত করুক।

স্বদেশ দে। কলকাতা-৬৪

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

letters to the editor letters
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE