Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সম্পাদক সমীপেষু: সকলেই হুজুগে

বিয়েতে মেগানের পোশাক কেমন হল, কে তা ডিজ়াইন করলেন, নেমন্তন্নে কে কে এলেন, কী পরলেন, ভোজে কী খাবার হল, বিয়ের কেক কে বানালেন, সব নিয়ে উন্মত্ত হয়ে উঠল সাদা চামড়ার লোকেরা।

রাজদম্পতি: মেগান ও হ্যারি

রাজদম্পতি: মেগান ও হ্যারি

শেষ আপডেট: ২১ মে ২০১৮ ০০:১২
Share: Save:

আমরা বাঙালিরা কথায় কথায় অাত্মসমালোচনা করি ও নিজেদের ‘হুজুগে’ বলি। ইংল্যান্ডের রাজপরিবারে বিয়ে নিয়ে গোটা ইংল্যান্ড যে ভাবে মেতে উঠল, তা কি কোনও অংশে কম হুজুগ? এই যুগে একটা রাজপরিবার থাকারই আদৌ দরকার কী, এ নিয়েও বহু বিতর্ক হয়েছে। এই পরিবারের লোকেরা এমন কিছু করেন না, যা উল্লেখের দাবি রাখে। তাঁরা এই পরিবারের, শুধু এই কারণেই তাঁরা ভিআইপি। তাঁদের বিয়ে হলে, বাচ্চা হলে, পরকীয়া হলে, সাধারণ মানুষ হামলে পড়ে, খবর জানতে চায়, ছবি দেখতে চায়। বিয়েতে মেগানের পোশাক কেমন হল, কে তা ডিজ়াইন করলেন, নেমন্তন্নে কে কে এলেন, কী পরলেন, ভোজে কী খাবার হল, বিয়ের কেক কে বানালেন, সব নিয়ে উন্মত্ত হয়ে উঠল সাদা চামড়ার লোকেরা। তবে শুধু বাঙালির দোষ কেন?

তপস্যা নন্দী কলকাতা-৩৩

ব্যাঙ্ক বন্ধ

আমি একটি ব্যাঙ্কের পানুহাট শাখার নিয়মিত গ্রাহক। ৮ মে ব্যাঙ্কে গিয়ে দেখি, ব্যাঙ্ক বন্ধ। আমার মতো আরও অনেক গ্রাহক অবাক! শুনলাম, পঞ্চায়েত ভোটের ট্রেনিংয়ে গিয়েছেন ব্যাঙ্কের সব কর্মী। ও দিকে কাটোয়ায় পঞ্চায়েত ভোটই নেই! মনোনয়নই পড়েনি!

বিবেকানন্দ চৌধুরী মণ্ডলহাট, কাটোয়া

দুর্ব্যবহার

আমার মোবাইলে একটা অচেনা নম্বরের ফোন আসে। ব্যক্তিটি নিজেকে আমার ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে জানায়, আমার এটিএম কার্ডের ডেট এক্সপায়ার করে গিয়েছে, এখুনি কার্ড নম্বর ও পিন না জানালে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। বুঝতে অসুবিধে হয় না যে লোকটি প্রতারক। চ্যালেঞ্জ করতে সে অশ্রাব্য ভাষা প্রয়োগ করে ফোন কেটে দেয়।

তক্ষুনি আমি ও আমার মেয়ে ব্যাঙ্কে যাই, তা আমার বাড়ি থেকে ঢিল-ছোড়া দূরত্বে। ব্যাঙ্কের গেট বন্ধ হচ্ছে, কিন্তু ভিতরে সব অফিসারই চেয়ারে বসে। বাইরে থেকেই ঘটনাটা তাঁদের জানিয়ে বলি, একটু ম্যানেজারের সঙ্গে দেখা করব। এক কর্মীর নির্দেশে সেই সুযোগও দেওয়া হচ্ছিল না, অনেক অনুনয়ের পরে এক জন প্রবেশের অনুমতি মিলল। কর্মীটি আমার কথা অাংশিক শুনেই বললেন, ‘‘এই সব বিষয় আমাদের কাছে জানিয়ে কোনও লাভ নেই, থানায় যান। আমাদের বহুত কাজ, বিরক্ত করবেন না!’’ বললাম, আপনাদের ম্যানেজারের নাম নিয়ে প্রতারণা করবে আর আপনাদের জানাতে আসাটা অামাদের অপরাধ? এ দিকে প্রচার করা হচ্ছে, এ রকম কাণ্ড হলে প্রথমেই ব্যাঙ্ককে জানান। কর্মীটি বললেন, ‘‘ফালতু বিরক্ত না করে বাইরে যান। ম্যানেজারের সঙ্গে দেখা হবে না।’’ বললাম, আমি এই ব্যাঙ্কের বহু বছরের পুরনো গ্রাহক। এমন রূঢ় আচরণ আপনি করতে পারেন না। উনি আরও উত্তেজিত হয়ে বললেন, ‘‘আমার নামে কমপ্লেন করুন, যান! আমার নামটাও শুনে যান! ’’ বলে, নিজের নাম বললেন।

ওখান থেকে বিতাড়িত হয়ে আমরা থানায় গেলাম। পুলিশ অফিসার অত্যন্ত মন দিয়ে আমাদের কথা শুনলেন ও ফোন নম্বরটি নিয়ে প্রতারককে ধরার চেষ্টা করলেন। কিন্তু সুইচ্ড অফ। ব্যাঙ্ককর্মীর ব্যবহারের কথা শুনে দুঃখ প্রকাশ করে বললেন, প্রথমে ব্যাঙ্কে গিয়ে ঠিক কাজই করেছেন। ম্যানেজারকে সমস্ত বিষয়টি জানান, আশা করি ঠিক বিচার পাবেন। ওঁর ব্যবহারে অামি তৃপ্ত, কিন্তু ব্যাঙ্ককর্মীর দুর্ব্যবহার গ্রাহকদের কাছে কী বার্তা বহন করে আনবে?

তরুণ কুমার অধিকারী পামপুকুর, হুগলি

ফার্স্ট এড

রাস্তায় মোটর সাইকেল বহু দুর্ঘটনায় পড়ে। তখন ছোটাছুটি লেগে যায়। কারও কাছ থেকে একটু কাপড়, কোথাও থেকে একটু তুলো, কারও কাছ থেকে একটু রক্ত বন্ধ করার ওষুধ চাইতে হয়। তাই, শুধু হেলমেট নয়, সঙ্গে ফার্স্ট এড বক্স রাখা বাধ্যতামূলক হোক।

তরুণ কুমার দে ভীমচক, মেদিনীপুর

এস-৩১

এস-৩১ (বেহালা চৌরাস্তা থেকে যাদবপুর ৮ বি) এক গুরুত্বপূর্ণ বাস রুট। দীর্ঘ এক মাসেরও বেশি রাস্তার কাজের জন্য রুটটি বন্ধ। চৌরাস্তা থেকে বাসগুলি তারাতলা, নিউ আলিপুর, টালিগঞ্জ ফাঁড়ি দিয়ে না গিয়ে চেতলা, রাসবিহারী, আনোয়ার শাহ রোড দিয়ে যাতায়াত করছে। সময় বেশি লাগছে।

অনুপল ঘোষ কলাকতা-৮

রেল দখল

সপরিবার ১৬-৪ তারিখে অমৃতসর মেলে ফিরছিলাম, অমৃতসর থেকে হাওড়া, সংরক্ষিত স্লিপার শ্রেণিতে। ট্রেনটি সন্ধে ৬:৪০-এ না ছেড়ে, ছাড়ল রাত ১১টায়। ছাড়ার পরেই, টিকিট পরীক্ষক টাকার বিনিময়ে কামরায় বহিরাগত লোকজন ঢোকাতে লাগলেন এবং তাঁরা বলপূর্বক পুরো কোচ দখল করে নিলেন। দীর্ঘ সময় টয়লেট পর্যন্ত ব্যবহার করতে পারিনি। কারণ টয়লেটের রাস্তায় এই নতুন ‘যাত্রী’রা বসেছিলেন।

অসিম বিশ্বাস কল্যাণী, নদিয়া

মন্দিরও আছে

‘হকারদের দখলে প্ল্যাটফর্মের সিংহভাগ’ শীর্ষক খবরে লেখা হয়েছে, ‘‘হাবড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম গোটাটাই কার্যত হকারদের দখলে চলে গিয়েছে।’’ একদম ঠিক, কিন্তু সঙ্গে আর একটা কথা লেখা উচিত ছিল, ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝবরাবর একটি কালীমন্দির দীর্ঘ কয়েক দশক ধরে বিরাজমান। পাকা ছাদ, ইট-সিমেন্টের গাঁথনি-সহ সেই মন্দিরে নিত্য মায়ের আরাধনাও চলে। স্টেশনের উপর এই ধরনের মন্দির কি কেউ করতে পারেন?

রতন চক্রবর্তী হাবড়া, উত্তর ২৪ পরগনা

ভাগাড়

বহরমপুর পুরসভার সমস্ত আবর্জনা কাশিমবাজার রিং রোডের পাশের ভাগাড়ে এনে ফেলা হয়। ফলে এলাকার পরিবেশ সব সময়ই দুর্গন্ধময়। সবাই নাকে রুমাল দিয়ে হাঁটেন। বিশাল ভাগাড়ের পাশেই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি বিএড কলেজ। ছাত্রছাত্রীদের ক্লাস করতেও ভীষণ কষ্ট হয়।

তুষার ভট্টাচার্য কাশিমবাজার, মুর্শিদাবাদ

একই দিনে

ইদানীং চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কয়েকটি ব্যাপার লক্ষ করা যাচ্ছে: ভিন্ন চাকরির একই দিনে নিয়োগের পরীক্ষা, অবসরের পর উক্ত স্থানে লোক না নেওয়া এবং ঘোষিত শূন্যপদের কম লোক নিয়োগ। সম্প্রতি প্রকাশিত সিভিল সার্ভিস ২০১৭-র ফলে ৯৯০ জন নিয়োগ হল অথচ ঘোষিত শূন্যপদ ১০৫৮। আসন্ন স্টেট ব্যাঙ্ক প্রবেশনারির প্রিলিমিনারির একটি দিন ধার্য হয়েছে ৮ জুলাই, যে দিন আবার ইউজিসি নেট-এরও পরীক্ষা। দু’টি সর্বভারতীয় পরীক্ষা একই দিনে হওয়া বাঞ্ছনীয়?

তপনকুমার দাস নাশড়াপাড়া, নদিয়া

শিয়ালদহ অবধি

সকাল ৫:১৫-র লালগোলা-রানাঘাট মেমো প্যাসেঞ্জার ট্রেনটিতে দূরদূরান্তের গ্রাম থেকে বহু রোগী কলকাতার বিভিন্ন হাসপাতালে যান। কিন্তু তাঁদের রানাঘাট স্টেশনে নেমে ট্রেন বা বাসে করে শিয়ালদহ যেতে হয়। ট্রেনটি যদি শিয়ালদহ পর্যন্ত যায়, বড্ড সুবিধে হয়।

সুশান্তকুমার চট্টোপাধ্যায় দেবগ্রাম, নদিয়া

ভ্রম সংশোধন

রবিবার পাঁচের পাতায় ‘র‌্যাগিং নিয়ে জবাব দিল বিশ্বভারতী’ শিরোনামটি ভুল।
ঠিক শিরোনামটি হবে ‘র‌্যাগিং নিয়ে জবাব দিল রবীন্দ্রভারতী’। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

চিঠিপত্র পাঠানোর ঠিকানা

সম্পাদক সমীপেষু,

৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা-৭০০০০১।

ই-মেল: letters@abp.in

যোগাযোগের নম্বর থাকলে ভাল হয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE