Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Social Media

সোশ্যাল মিডিয়াকে গ্রহণ করা দরকার অনেক সতর্ক ভঙ্গিতে

সোশ্যাল মিডিয়া যে অনন্ত জ্ঞানের জগতের অনেকটা কাছে এনে দেয় সাধারণ মানুষকে, হাতের মুঠোয় বিরাট ভাণ্ডারকে নিয়ে আসে, তা নিয়ে সংশয় থাকার কোনও কারণই থাকতে পারে না।

ধৃত উদয়ন দাস। ছবি: সংগৃহীত।

ধৃত উদয়ন দাস। ছবি: সংগৃহীত।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:২৬
Share: Save:

সোশ্যাল মিডিয়া যে অনন্ত জ্ঞানের জগতের অনেকটা কাছে এনে দেয় সাধারণ মানুষকে, হাতের মুঠোয় বিরাট ভাণ্ডারকে নিয়ে আসে, তা নিয়ে সংশয় থাকার কোনও কারণই থাকতে পারে না। কিন্তু একই সঙ্গে তার মধ্যে ওতপ্রোত ভাবে মিশে থাকে নিরালম্ব, বায়ুভূত এক জগৎ— এই সত্যকে ভুললে বড় বিপদের দরজা খুলে দেওয়া হয়। আরও এক বার এই সত্যটা বড় নির্মম ভাবে আমাদের সামনে এল।

বাঁকুড়ার মেয়ে আকাঙ্ক্ষা শর্মার হত্যার হাড়-হিম-করা ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। ফেসবুক-বন্ধুত্ব এবং বায়বীয় এক মধুর সম্পর্কের ছদ্মবেশে দানবিক ও নিষ্ঠুর কিছু মুখ লুকিয়ে থাকে, বারংবার সেই সংক্রান্ত খবর দেখছি আমরা, সচেতন হওয়ার অবকাশ তৈরি হচ্ছে, তবু যে শেষ পর্যন্ত পরাবাস্তব এক ডিজিটাল হ্যাপিনেসের কাছে আত্মসমর্পণ করছি আমরা — আকাঙ্ক্ষার মৃত্যু সেই করুণ সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল।

সোশ্যাল মিডিয়াকে গ্রহণ করা দরকার অনেক সতর্ক ভঙ্গিতে। দায়টা আসলে আমাদেরই। এই মাধ্যমকে আমি আমার প্রয়োজনে ইতিবাচক ভঙ্গিতে ব্যবহার করব, নাকি এই মাধ্যম ব্যবহার করবে আমাকে, সেটা স্থির করার নিশ্চিত দায় আমাদের। নিরালম্ব এক ডিজিটাল ওয়ালের ও পাশে যে মুখ, কিছু শব্দ তাকে চেনায় না। তাই নিশ্চিন্ত আশ্রয়ের অসতর্ক পদচারণা নয়, প্রয়োজন বিপদসঙ্কুল অরণ্যের সতর্ক পদক্ষেপের।

মনে রাখতে হবে, লড়াইটা অদৃশ্য মেঘনাদের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anjan Bandyopadhyay Social Media News letter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE