Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

সভ্যতার বিপ্রতীপে নিয়ে যায় এই ভাগাভাগি

রাহাত ফতেহ আলি পাকিস্তানের নাগরিক বলেই তাঁর গান ভারতে চলতে দেওয়া যাবে না, বলিউডি ছবিতে তাঁকে গাইতে দেওয়া যাবে না, এমন দাবি অন্ধ কট্টরবাদীদের মধ্যে থেকে উঠে আসতে পারে। তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু বাবুল সুপ্রিয় তো সে গোত্রে পড়েন না। শৈল্পিক ভাবে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে— বাবুল সুপ্রিয় বরেণ্য সব দিক থেকেই।

বাবুল সুপ্রিয় এব‌ং রাহাত ফতেহ আলি খান।

বাবুল সুপ্রিয় এব‌ং রাহাত ফতেহ আলি খান।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৬
Share: Save:

শিল্পীর ধর্ম শিল্প। তাঁর জীবনদর্শন সৃষ্টিশীলতা। তাঁর জাতীয়তা বিশ্বজনীন। সীমান্তের কাঁটাতার বা দেওয়াল ভূ-ভাগকে দ্বিখণ্ডিত করতে পারে, কিন্তু শিল্পীকে বা শিল্পকে সীমাবদ্ধ করতে পারে না।

এ সত্য জানার জন্য বিরাট তত্ত্বজ্ঞানী হওয়ার প্রয়োজন পড়ে না। তাই রাহাত ফতেহ আলি সম্পর্কে বাবুল সুপ্রিয়র মন্তব্য অত্যন্ত বিস্ময় জাগায়।

রাহাত ফতেহ আলি অত্যন্ত জনপ্রিয় শিল্পী এই উপমহাদেশে। শুধু উপমহাদেশে নয়, গোটা বিশ্বে সঙ্গীতপ্রেমীদের মধ্যে তাঁর সমাদর রয়েছে। উপমহাদেশের শিল্প-সংস্কৃতি সম্পর্কে অবহিত মানুষজন বিশ্বের যে যে প্রান্তে রয়েছেন, রাহাত ফতেহ আলি সেই সেই প্রান্তেই পরিচিত। এহেন রাহাত ফতেহ আলির উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুললেন কে? বাবুল সুপ্রিয়! এক জন শিল্পী হয়ে আর এক জন শিল্পী সম্পর্কে এ রকম মন্তব্য করলেন কী ভাবে বাবুল সুপ্রিয়! নানা মহলে বিস্ময় আজ।

সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার ইনবক্সে পেতে চান? সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বাবুল সুপ্রিয় এক জন সঙ্গীতজ্ঞ। বাবুল এক জন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও। সব মিলিয়ে বাবুল সুপ্রিয় এক জন সামাজিক আইকন তো বটেই। এত অসংবেদনশীল মন্তব্য তাঁর থেকে শুনতে হবে কোনও দিন, সে অভাবনীয় ছিল। রাহাত ফতেহ আলি পাকিস্তানের নাগরিক বলেই তাঁর গান ভারতে চলতে দেওয়া যাবে না, বলিউডি ছবিতে তাঁকে গাইতে দেওয়া যাবে না, এমন দাবি অন্ধ কট্টরবাদীদের মধ্যে থেকে উঠে আসতে পারে। তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু বাবুল সুপ্রিয় তো সে গোত্রে পড়েন না। শৈল্পিক ভাবে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে— বাবুল সুপ্রিয় বরেণ্য সব দিক থেকেই। তাঁর কাছ থেকে কতটা দায়িত্বশীলতা প্রত্যাশিত, তা কি বাবুল জানেন না? সংবেদনশীল এবং সচেতন নাগরিক হিসাবেই তো এত দিন পরিচিতি অর্জন করে এসেছেন বাবুল। এত দায়িত্বশীল অবস্থান থেকে এমন অসংবেদনশীল মন্তব্য বাবুল করলেন কী ভাবে, তা ভাবতেই কষ্ট হচ্ছে আজ।

আরও পড়ুন: বলিউডে পাক শিল্পী নিষিদ্ধ হোক, চান বাবুল

ভৌগোলিক সীমা, রাজনৈতিক সীমান্ত, সাম্প্রদায়িক রেখা— নানা বিভাজনে ভারাক্রান্ত হয়ে রয়েছে এই পৃথিবী। সংবেদনশীল মানবতা এই বিভাজন রেখাগুলোর বিপ্রতীপে অবস্থান করে। এ ভাগাভাগিগুলো পৃথিবীকে সীমাবদ্ধ করে দিতে চায়। সংবেদনশীল এবং প্রগতিশীল মন তাই এই সব ভাগাভাগির ঊর্ধ্বে উঠতে চায়। যত এগোবে সময়, যত আধুনিক হবে সভ্যতা, আমরা ততই বিভাজনগুলোর ঊর্ধ্বে ওঠার চেষ্টা করব— এমনটাই তো কাম্য। তার বদলে বিভাজনের আরও নতুন নতুন রেখা এঁকে দেওয়ার চেষ্টা, পৃথিবীটাকে আরও সীমাবদ্ধ করে তোলার চেষ্টা আসলে সভ্যতার গতির বিপরীতে হাঁটার সামিল। আপনার কাছ থেকে অন্তত এমনটা প্রত্যাশিত ছিল না বাবুল সুপ্রিয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE