Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মোদীর সফরের আগে অসমে ট্রেনের কামরা থেকে উদ্ধার বোমা

আগামী শনিবার গুয়াহাটিতে দেশের সমস্ত উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দিতে অসমে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের। উচ্চপর্যায়ের এই বৈঠকে থাকার কথা সমস্ত রাজ্যের পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের। তার আগেই অসমে ট্রেনের কামরা থেকে উদ্ধার হল শক্তিশালী বোমা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কামরূপ জেলায় রঙ্গিয়া সাব-ডিভিশনের কেন্দুকোনা স্টেশনে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ১৫:১৯
Share: Save:

আগামী শনিবার গুয়াহাটিতে দেশের সমস্ত উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দিতে অসমে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের। উচ্চপর্যায়ের এই বৈঠকে থাকার কথা সমস্ত রাজ্যের পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের। তার আগেই অসমে ট্রেনের কামরা থেকে উদ্ধার হল শক্তিশালী বোমা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কামরূপ জেলায় রঙ্গিয়া সাব-ডিভিশনের কেন্দুকোনা স্টেশনে।

স্টেশনে দাঁড়িয়ে ছিল গুয়াহাটিগামী আলিপুরদুয়ার-কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস। রুটিন নজরদারি চালানোর সময় ইন্টারসিটি এক্সপ্রেসের চতুর্থ কামরার শৌচাগারের বাইরে তোয়ালে জড়ানো প্লাস্টিক ব্যাগ নজরে আসে নিরাপত্তাকর্মীদের। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি কেন্দুকোনার স্টেশন মাস্টারকে জানান। স্টেশনেই দাঁড় করিয়ে রেখে খালি করে দেওয়া হয় ট্রেনটিকে।

বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রশাসন এবং রেলের আধিকারিকেরা। আসে অসম পুলিশের ডগ স্কোয়াডও। পুলিশ সূত্রে খবর, তোয়ালে জড়ানো ওই প্লাস্টিক ব্যাগটি থেকে প্রায় পাঁচ কিলোগ্রাম ওজনের বিস্ফোরক এবং একটি শক্তিশালী আইইডি উদ্ধার করা হয়েছে। পরে বম্ব স্কোয়াড বিশেষজ্ঞরা বোমাটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে নিষ্ক্রীয় করেন।

সোমবার সন্ধ্যায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে, আগামী ২৯-৩০ নভেম্বর গুয়াহাটিতে বসবে পুলিশের আইজি এবং ডিজিদের সম্মেলন। অনুষ্ঠানে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের। অনুষ্ঠান বানচাল করতে শক্তিশালী বোমা বিস্ফোরণের চেষ্টা হতে পারে বলে গোপন সূত্রে খবর পান এনআইএ-এর গোয়েন্দারা। অসম পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে নামেন তাঁরা। তার ফলেই এই বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সন্ধ্যায় জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনআইএ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE