Advertisement
২৩ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক প্রতিযোগিতায় এক বছর অংশ নিতে পারবেন না সরিতা দেবী

এশিয়ান গেমসে পদক কেলেঙ্কারিতে নাম জড়ানোর ফলে লইশরাম সরিতা দেবী সাসপেন্ড হয়েও রেহাই পেলেন না বিশ্ব বক্সিং সংস্থার কোপের হাত থেকে। বুধবার এআইবিএ জানিয়েছে, এক বছরের জন্য বিশ্বের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সরিতা দেবী। পাশাপাশি, তাঁর এক হাজার সুইস ফ্রা জরিমানাও করা হয়েছে।

সরিতা দেবী। ফাইল চিত্র।

সরিতা দেবী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৬
Share: Save:

এশিয়ান গেমসে পদক কেলেঙ্কারিতে নাম জড়ানোর ফলে লইশরাম সরিতা দেবী সাসপেন্ড হয়েও রেহাই পেলেন না বিশ্ব বক্সিং সংস্থার কোপের হাত থেকে। বুধবার এআইবিএ জানিয়েছে, এক বছরের জন্য বিশ্বের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সরিতা দেবী। পাশাপাশি, তাঁর এক হাজার সুইস ফ্রা জরিমানাও করা হয়েছে।

চলতি বছরের অক্টোবর মাসে ইনচিওন এশিয়াডের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার জি না পার্কের কাছে হেরে যাওয়ার পর বিতর্কিত রেফারিং নিয়ে তুমুল প্রতিবাদ জানিয়েছিলেন সরিতা দেবী। পোডিয়ামে ব্রোঞ্জ পদক নিতে প্রথমে অস্বীকার করেন তিনি। পরে অবশ্য তিনি নেন ওই পদক। এই ঘটনায় মারাত্মক চটে যায় এআইবিএ। পরে সরিতা নিঃশর্ত ভাবে ক্ষমাও চেয়েও নেন। কিন্তু, তার পরে সাসপেন্ড করা হয় মণিপুরের ওই মহিলা বক্সারকে। শুধু সরিতাই নন, বিশ্ব বক্সিং সংস্থা সরিতার কোচ গুরবক্স সিংহ সান্ধু, ইগলেসিয়াস ফার্নান্ডেজ ও সাগরমাল দয়ালের পাশাপাশি ইনচিওন এশিয়াডে ভারতের শেফ দ্য মিশন আদিল সুমারিওয়ালাকেও সাসপেন্ড করা হয়। এআইবিএ-র এ দিনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৫-র নভেম্বরের আগে আর কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সরিতা। তবে মহিলা অলিম্পিক কোয়ালিফায়ার হিসেবে ২০১৬-র রিও গেমস-এ অংশ নিতে পারবেন তিনি।
সরিতা দেবীর প্রতি কিন্তু এতটা কড়া মনোভাব দেখানোয় অবাক ক্রীড়ামহলের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sarita devi banned
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE