Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ঋণনীতির আগেই সুদ কমাল রিজার্ভ ব্যাঙ্ক

কিছুটা অপ্রত্যাশিত ভাবে সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ১৫ জানুয়ারির পরে এই নিয়ে দ্বিতীয় বার। বুধবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৭.৫% করার কথা জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। এ বারও আগামী ৭ এপ্রিল ঋণনীতি পর্যালোচনার আগেই রেপো রেট কমানোর কথা ঘোষণা করল তারা। এর ফলে কিছুটা স্বস্তি পাবে শিল্প। পাশাপাশি, কমতে পারে গাড়ি-বাড়ি ঋণে সুদের হার।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৫ ১৮:৫১
Share: Save:

কিছুটা অপ্রত্যাশিত ভাবে সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ১৫ জানুয়ারির পরে এই নিয়ে দ্বিতীয় বার। বুধবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৭.৫% করার কথা জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। এ বারও আগামী ৭ এপ্রিল ঋণনীতি পর্যালোচনার আগেই রেপো রেট কমানোর কথা ঘোষণা করল তারা। এর ফলে কিছুটা স্বস্তি পাবে শিল্প। পাশাপাশি, কমতে পারে গাড়ি-বাড়ি ঋণে সুদের হার।

এ দিন আরবিআইয়ের সুদ কমানোর এই খবরে সেনসেক্সও পেরিয়ে যায় ৩০ হাজারের গণ্ডি। দিনের মাঝে লেনদেন চলাকালীন এক সময়ে তা পৌঁছে যায় ৩০,০২৪.৭৪ অঙ্কে। ফের নয়া রেকর্ড করেছে নিফটিও। পরে অবশ্য লাভের টাকা ঘরে তোলার জেরে শেয়ার বেচতে থাকেন লগ্নিকারীরা। যে কারণে দিনের শেষে সেনসেক্স নেমে দাঁড়িয়েছে ২৯,৩৮০.৭৩ অঙ্কে। মঙ্গলবারের থেকে যা ২১৩ পয়েন্ট কম।

শীর্ষ ব্যাঙ্কের সুদ কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেন্দ্র ও শিল্পমহল। এর ফলে ঋণের মাসিক কিস্তি কমবে বলে আশা প্রকাশ করেছে তারা। যা অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে বলে মত তাদের। ব্যাঙ্কগুলি যদিও সব দিক বিচার করেই সুদ কমানোর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

reserve bank of india rbi repo rate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE