Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কালো ঝুড়ি নিয়ে সংসদের সামনে ধর্নায় তৃণমূল

কালো ছাতা, কালো শাল, হাঁড়ি, লাল ডায়েরির পর এ বার কালো ঝুড়ি। সোমবার সেই ঝুড়ি দেখিয়েই সংসদে ঢোকার মুখে ধর্নায় বসেন তৃণমূল সাংসদেরা। কালো টাকা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এর আগে বিভিন্ন পন্থা নিয়েছে তৃণমূল। কখনও কালো ছাতা মাথায় দিয়ে কখনও বা গায়ে কালো শাল জড়িয়ে সরব হন দলীয় সাংসদরা। এমনকী, সংসদের সামনে হাঁড়ি নিয়েও তাঁদের প্রতিবাদ করতে দেখা গিয়েছে। সহারা কর্তার বাড়ি থেকে উদ্ধার হওয়া এক ডায়েরির প্রসঙ্গ টেনে এনে তাঁরা লাল ডায়েরি নিয়েও পথে নেমেছিলেন। কিন্তু সে সব ছিল শীতকালীন অধিবেশনের কথা।

সংসদের বাইরে কালো ঝুড়ি নিয়ে প্রতিবাদে সামিল তৃণমূল সাংসদ মুনমুন সেন। ছবি: পিটিআই।

সংসদের বাইরে কালো ঝুড়ি নিয়ে প্রতিবাদে সামিল তৃণমূল সাংসদ মুনমুন সেন। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৫ ১৭:৫৪
Share: Save:

কালো ছাতা, কালো শাল, হাঁড়ি, লাল ডায়েরির পর এ বার কালো ঝুড়ি। সোমবার সেই ঝুড়ি দেখিয়েই সংসদে ঢোকার মুখে ধর্নায় বসেন তৃণমূল সাংসদেরা।

কালো টাকা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এর আগে বিভিন্ন পন্থা নিয়েছে তৃণমূল। কখনও কালো ছাতা মাথায় দিয়ে কখনও বা গায়ে কালো শাল জড়িয়ে সরব হন দলীয় সাংসদরা। এমনকী, সংসদের সামনে হাঁড়ি নিয়েও তাঁদের প্রতিবাদ করতে দেখা গিয়েছে। সহারা কর্তার বাড়ি থেকে উদ্ধার হওয়া এক ডায়েরির প্রসঙ্গ টেনে এনে তাঁরা লাল ডায়েরি নিয়েও পথে নেমেছিলেন। কিন্তু সে সব ছিল শীতকালীন অধিবেশনের কথা।

এ বার বাজেট অধিবেশনেও একই ভূমিকায় দেখা গেল তৃণমূলকে। বাজেট অধিবেশনের শুরুর দিন সকালেই সংসদে ঢোকার মুখে সবুজ পোশাক পরে প্রতিবাদ জানান তাঁরা। আর এ দিন সেই জায়গায় উঠে এল কালো ঝুড়ি।

দলীয় সাংসদদের হাতে, কারও বা মাথায় কালো ঝুড়ি। বুকে টাঙানো পোস্টারে লেখা ‘কালো টাকা ফিরিয়ে আনতে হবে’। মুখের স্লোগানেও একই দাবি। পাশাপাশি শোনা গিয়েছে বাজেটে বাংলার বঞ্চনার কথাও। তৃণমূল সাংসদদের দাবি, বৃহস্পতিবারের রেল বাজেটে তো বটেই শনিবারের কেন্দ্রীয় বাজেটেও বাংলাকে কোনও প্রাধান্য দেওয়া হয়নি। দলীয় সূত্রে খবর, এ সবের প্রতিবাদেই এ দিন ধর্নায় বসেন তাঁরা।

বাজেট অধিবেশন শুরুর দিন তৃণমূলের ধর্নামঞ্চে সব সাংসদ হাজির থাকলেও ছিলেন না মুকুল রায়, দীনেশ ত্রিবেদী এবং শুভেন্দু অধিকারী। এ দিন সকালে কলকাতা থেকে দিল্লি উড়ে গেলেও ধর্নায় অংশ নেননি তৃণমূলের সদ্যপ্রাক্তন সর্বভারতীয় সম্পাদক মুকুলবাবু। তবে, হাজির ছিলেন দীনেশবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dharna parliament tmc black basket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE