Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জমি-বিতর্কে রবার্ট বঢরার বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি খারিজ

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২২
Share: Save:

জমি-বিতর্কে অবশেষে স্বস্তি পেলেন সনিয়া গাঁধীর জামাই রবার্ট বঢরা। হরিয়ানায় জমি লেনদেনে রবার্ট বঢরার বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। এক জনস্বার্থ মামলায় মঙ্গলবার এই রায় দেয় মুখ্য বিচারপতি জি রোহিণী এবং বিচারপতি আর এস এন্ডল-র বেঞ্চ। আইনজীবী এম এল শর্মা দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেছিলেন। তাঁর অভিযোগ, ২০০৫ থেকে ২০১২ সালে হরিয়ানায় রবার্ট বঢরার সংস্থা ডিএলএফ-কে নায্য মূল্যের অনেক কম দামে জমি বিক্রি করেছিল। এর ফলে সরকারের ঘরে কম রাজস্ব এসেছিল।

ইউপিএ আমলেই হরিয়ানায় জমি লেনদেন ছাড়াও লাইসেন্স হস্তান্তর নিয়েও রবার্ট বঢরার বিরুদ্ধে সাড়ে তিন লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। এর আগে এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ও গিয়েছিল রবার্ট বঢরার পক্ষে। এ দিন দিল্লি হাইকোর্টের ওই বেঞ্চ তার রায়ে জানায়, এই অভিযোগ সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE