Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দিল্লিতে দুর্ঘটনায় আহত সৃজিতের পায়ে অস্ত্রোপচার

রাতের দিল্লিতে অটোয় ঘুরতে গিয়ে দুর্ঘটনায় পড়লেন চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দুর্ঘটনায় তাঁর বাঁ পায়ের গোড়ালির হাড় ভেঙেছে। মঙ্গলবার গভীর রাতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস)-এর ট্রমা সেন্টারে প্রথমে অস্ত্রোপচার হয় সৃজিতের। বুধবার ফের এক দফা পরীক্ষার পরে চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত সংক্রমণের ভয় না থাকলেও, আগামী বেশ কয়েকটি সপ্তাহ বিছানায় কাটাতে হবে সৃজিতকে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ১০:৪৫
Share: Save:

রাতের দিল্লিতে অটোয় ঘুরতে গিয়ে দুর্ঘটনায় পড়লেন চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দুর্ঘটনায় তাঁর বাঁ পায়ের গোড়ালির হাড় ভেঙেছে। মঙ্গলবার গভীর রাতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস)-এর ট্রমা সেন্টারে প্রথমে অস্ত্রোপচার হয় সৃজিতের। বুধবার ফের এক দফা পরীক্ষার পরে চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত সংক্রমণের ভয় না থাকলেও, আগামী বেশ কয়েকটি সপ্তাহ বিছানায় কাটাতে হবে সৃজিতকে।

গত রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে দিল্লি এসেছিলেন সৃজিত। তার পরে ব্যক্তিগত কারণে দিল্লিতেই থেকে গিয়েছিলেন জেএনইউয়ের এই প্রাক্তন ছাত্র। সৃজিতের সঙ্গে অটোতে ছিলেন তাঁর বন্ধু দেবপ্রিয়া বাসু ও ইন্দ্রনাথ মুখোপাধ্যায়। ইন্দ্রনাথ বলেন, ‘‘মঙ্গলবার রাত সাড়ে ৯টা-১০টা নাগাদ খাবার খেতে বেরিয়েছিলেন সৃজিত। সঙ্গে ছিলাম আমরা দু’জন। ফাঁকা রাস্তা পেয়ে দ্রুতগতিতে অটো ছোটাচ্ছিলেন চালক। নেলসন ম্যান্ডেলা মার্গে বাঁ দিকে মোড় ঘোরাতে গিয়ে অটোটি উল্টে যায়। বাঁ দিকেই বসেছিলেন সৃজিত। ফলে তাঁর সব চেয়ে বেশি চোট লাগে। আমার বা দেবপ্রিয়ার কোনও চোট লাগেনি।’’

দুর্ঘটনার পরেই পুলিশের সাহায্য নিয়ে সৃজিতকে এইমস-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত, চার ঘণ্টারও বেশি অস্ত্রোপচার চলে সৃজিতের। এইএমস সূত্রে জানা গিয়েছে, গোড়ালিতে পাত বসানো হয়েছে সৃজিতের। তবে মাথায় বা শরীরের অন্য কোথাও আঘাত লাগেনি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ফের এক বার চিকিৎসকেরা সৃজিতকে পরীক্ষা করেছেন। আঘাতের স্থানে সংক্রমণের আশঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দুপুরেই দিল্লি উড়ে এসেছেন সৃজিতের মা সুমিতাদেবী। তিনিও পেশায় চিকিৎসক। ইন্দ্রনাথবাবুর বক্তব্য, ‘‘এর ফলে চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি সুষ্ঠু ভাবে হবে বলেই আশা করছি।’’

এ দিকে সৃজিতের দুর্ঘটনার খবর আসায় হতাশ টলিউড। আগামী দু’মাস অন্তত বিছানায় থাকতে হবে বলে সৃজিতকে জানিয়েছেন চিকিৎসকেরা। আগামী কয়েক মাসে একাধিক ছবি হাতে রয়েছে তাঁর। তালিকায় রয়েছে কাকাবাবু সিরিজের পরের ছবিও। যার রেকি করে সদ্য বিদেশ থেকে ফিরে এসেছিলেন সৃজিত। আগামী অগস্টে মুক্তি পাওয়ার কথা সৃজিতের পরবর্তী ছবি ‘রাজকাহিনি’র। তার পোস্ট প্রোডাকশনের কাজ চালু রয়েছে। সৃজিতের দুর্ঘটনায় সেই কাজও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে চলচ্চিত্র মহল।

এ ছাড়া খুব তাড়াতাড়ি একটি টেলিভিশন চ্যাট শো শুরু হবে, যার সঞ্চালক সৃজিত। চিকিত্সকদের পরামর্শ মেনে দীর্ঘ দিন বিছানায় থাকলে সেই শোয়ের কী হবে? ওই চ্যাট শোয়ের পরিচালক যিশু সেনগুপ্ত জানালেন, ‘‘সৃজিত আমার খুব ভাল বন্ধু। আগে ও সুস্থ হোক। ওর সঙ্গে কথা বলি। তার পর তো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE