Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দিল্লির মেট্রো স্টেশনে মহিলাদের তল্লাশিতে দু’শোটি বিশেষ কেবিন

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৪ ১৭:৪৮
Share: Save:

মহিলা যাত্রীদের তল্লাশির কাজে দিল্লির মেট্রোর স্টেশন চত্বরে দু’শোটি বিশেষ ‘সুরক্ষা’ কেবিন বসানো হবে। তল্লাশির সময় মহিলা যাত্রীদের গোপনীয়তা বজায় রাখতে এই ব্যবস্থা নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। এ কাজে সিআইএসএফ-এর মহিলা কনস্টেবলও নিয়োগ করা হবে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

প্রথম দফায় দ্বারকা সেক্টর-২১ থেকে বৈশালী-নয়ডা সিটি সেন্টার পর্যন্ত মেট্রো স্টেশনগুলিতে এই বিশেষ কেবিন বসানো হবে। ইতিমধ্যেই নীল রঙের এ ধরনের ডজনখানেক কেবিন চালু করা হয়েছে। পুরনো ব্যবস্থায় মোটা বোর্ড বা কাপড়ের পর্দা ঢাকা ‘সুরক্ষা’ কেবিনের তুলনায় এই নয়া কেবিনগুলিতে তল্লাশির কাজে চূড়ান্ত গোপনীয়তা রাখা যায় বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।

মেট্রো যাত্রীদের নিরাপত্তা ও আরামের কথা মাথায় রেখেই এই নয়া পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সিআইএসএফ প্রধান অরবিন্দ রঞ্জন। দিল্লি মেট্রোর ১৩৪টি স্টেশনে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে প্রায় পাঁচ হাজার মহিলা ও পুরুষ সুরক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে। এ ছাড়া, যাত্রীদের বিষয়ে তথ্যভান্ডার তৈরি করা হবে, যার ভিত্তিতে তাঁদের উপর তল্লাশি চালানো হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিক ভাবে পরীক্ষামূলক ভাবে এক মাসের জন্য ৮টি মেট্রো স্টেশনে এই নয়া সুরক্ষা নীতি চালু করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE