Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নয়াদিল্লিতে রাজধানী এক্সপ্রেসের ছ’টি কামরায় আগুন

আগুনে ভস্মীভূত হল দু’টি রাজধানী এক্সপ্রেসের ছ’টি ফাঁকা কামরা। নয়াদিল্লিতে মঙ্গলবার দুপুর সওয়া ১২টা নাগাদ ওই আগুন লাগে। উত্তর রেলওয়ে সূত্রে খবর, সাফাইয়ের জন্য নিউ দিল্লি স্টেশনের রেল ইয়ার্ডের কারশেডে কামরাগুলি নিয়ে যাওয়া হয়েছিল। দমকলকর্মীদের তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও এ দিনের ঘটনায় ট্রেন পরিষেবা কিছুটা হলেও বির্পযস্ত হয়। কেউ হতাহত না হলেও ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর রেলওয়ের জিএম। আগুন লাগার কারণ এ দিন সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। মঙ্গলবার পিটিআইয়ের তোলা ছবি।

আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। মঙ্গলবার পিটিআইয়ের তোলা ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৫ ১৬:৫৪
Share: Save:

আগুনে ভস্মীভূত হল দু’টি রাজধানী এক্সপ্রেসের ছ’টি ফাঁকা কামরা। নয়াদিল্লিতে মঙ্গলবার দুপুর সওয়া ১২টা নাগাদ ওই আগুন লাগে। উত্তর রেলওয়ে সূত্রে খবর, সাফাইয়ের জন্য নিউ দিল্লি স্টেশনের রেল ইয়ার্ডের কারশেডে কামরাগুলি নিয়ে যাওয়া হয়েছিল। দমকলকর্মীদের তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও এ দিনের ঘটনায় ট্রেন পরিষেবা কিছুটা হলেও বির্পযস্ত হয়। কেউ হতাহত না হলেও ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর রেলওয়ের জিএম। আগুন লাগার কারণ এ দিন সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ দিন উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজ শর্মা বলেন, “ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেসের কামরায় প্রথমে আগুন লাগে। পাশের লাইনেই তখন দাঁড়িয়েছিল শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস। ওই ট্রেনেও আগুন ধরে যায়।” সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের কর্মীরা। ওই কামরাগুলিকে ট্রেন থেকে আলাদা করেন তাঁরা। এর ফলে আগুন আর ছড়াতে পারেনি বলে জানিয়েছেন নীরজ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২০টি ইঞ্জিন। আগুনের ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

এ দিনের ঘটনায় ভুবনেশ্বর-রাজধানীর দু’টি বাতানুকূল কামরা এবং শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসের প্যান্ট্রি কার-সহ চারটি কামরা ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন নীরজ। এ দিনের ঘটনায় ওই ট্রেন দু’টি দেরিতে ছাড়বে বলে জানিয়েছেন উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া, নিউ দিল্লি স্টেশনগামী ট্রেনগুলি মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় অবশ্য ফের পরিষেবা স্বাভাবিক হয় বলে জানিয়েছে রেল। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে বলে রেল সূত্রে খবর। জিএম-এর নির্দেশে এই ঘটনার তদন্ত করবে রেলের শীর্ষ আধিকারিকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE