Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও রাসায়নিক-সহ ধৃত ৪

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৬
Share: Save:

আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির জন্য দেড় কেজি রাসায়নিক- সহ ৪ জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ । ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জেলার নওদা থানার মধুপুর গ্রামে। পুলিশ জানায়, ধৃত দু’ জনের নাম আজিব্বর শেখ ও সানোয়ার হোসেন। বাড়ি নওদার দুর্লভেরপাড়া। ধৃত অন্য দু’ জন রফিকুল শেখ ও আমানুল মণ্ডলের বাড়ি হরিহরপাড়া থানার দিলালপুর গ্রামে। মুশির্দাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ধৃতদের কাছ থেকে ৭.৬২ বোরের দু’টি পিস্তল, একটি পাইপগান, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং বোমা তৈরির দেড় কেজি মশলা পাওয়া গিয়েছে।” পুলিশ সুপার বলেন, “আজিব্বর, রফিকুল ভাড়াটে খুনি। সীমান্ত এলাকার একাধিক খুনের ঘটনায় জড়িত তারা। টাকার বিনিময় মুর্শিদাবাদ জেলার সীমানা লাগোয়া নদিয়ার চর মুক্তারপুর গ্রামের উজাব্বার শেখ নামে এক জনকে খুন করার জন্য ওই ভাড়াটে খুনিরা একটি ছোট লরিতে করে রওনা দিয়েছিল। তারা ধরা পড়ে যায়। লরিটিকে আটক করেছে পুলিশ ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murshidabad weapon arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE