Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সার্কেও সাধারণ মেনু মোদীর

থাকায় বিলাসিতা নেই। খাবারেও নেই বাহুল্য। কাঠমান্ডুর সার্ক সম্মেলনেও সাধারণ ভাবেই থাকছেন মোদী। বেছে নিয়েছেন সাধারণ মেনুই। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য যেখানে হালাল মাংসের পদ তৈরি হচ্ছে। সেই মুরগি এবং মটনও অর্গানিক। পাতে থাকছে মাছের বিশেষ পাকিস্তানি পদ। মিষ্টি হিসেবে থাকছে স্যাফরন ক্ষীর। সেখানে কিন্তু নিরামিষাশী মোদীর রান্না হচ্ছে অল্প তেলমশলায়। পনিরও থাকছে কম।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৪ ২০:২৯
Share: Save:

থাকায় বিলাসিতা নেই। খাবারেও নেই বাহুল্য। কাঠমান্ডুর সার্ক সম্মেলনেও সাধারণ ভাবেই থাকছেন মোদী। বেছে নিয়েছেন সাধারণ মেনুই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য যেখানে হালাল মাংসের পদ তৈরি হচ্ছে। সেই মুরগি এবং মটনও অর্গানিক। পাতে থাকছে মাছের বিশেষ পাকিস্তানি পদ। মিষ্টি হিসেবে থাকছে স্যাফরন ক্ষীর। সেখানে কিন্তু নিরামিষাশী মোদীর রান্না হচ্ছে অল্প তেলমশলায়। পনিরও থাকছে কম।

মোদীর হোটেল সূত্রে খবর, মধ্যাহ্নভোজনে মোদীর জন্য ব্যবস্থা রয়েছে জিরা রাইস, ডাল, দু’ধরনের তরকারি, তাওয়ায় তৈরি রুটি। এ ছাড়াও তাঁর সাধারণ মেনুতে থাকছে সাদা দই ও মশলা চা। আর নৈশভোজে মোদীর পাতে হাজির হচ্ছে খিচুড়ি, গুজরাতি তরকারি, ডাল আর রুটি। সঙ্গে নানা ধরনের ফল। সকালেও থাকছে ফল। সঙ্গে উতাপ্পাম, ইডলি, হজমে সাহায্য করার বিস্কুট আর চা।

আর থাকার ব্যবস্থা কেমন?

মোদী থাকছেন হোটেলের মূল ভবনের এগ্জিকিউটিভ স্যুইটে। সেখানে শরিফ আর সার্কের অন্য দেশের নেতাদের জন্য রয়েছে হোটেলের আলাদা বাংলোর রিয়্যাল স্যুইট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE