Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সংস্কারের অভাবে হেলে পড়ল জীর্ণ ফেয়ারলি জেটি

দীর্ঘদিন সংস্কার না করার ফলে হেলে পড়ল হাওড়ার ফেয়ারলি জেটি। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ব্যস্ত অফিস টাইমে এই ঘটনা ঘটে। ব্যাহত হয় লঞ্চ পরিষেবা । ১৯৮২ সালে এই জেটিটি তৈরি হয়েছিল। তার পর তেমনভাবে আর রক্ষণাবেক্ষণ হয়নি বলে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি সূত্রে খবর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৯
Share: Save:

দীর্ঘদিন সংস্কার না করার ফলে হেলে পড়ল হাওড়ার ফেয়ারলি জেটি। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ব্যস্ত অফিস টাইমে এই ঘটনা ঘটে। ব্যাহত হয় লঞ্চ পরিষেবা । ১৯৮২ সালে এই জেটিটি তৈরি হয়েছিল। তার পর তেমনভাবে আর রক্ষণাবেক্ষণ হয়নি বলে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি সূত্রে খবর।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, এ দিন ফেয়ারলি জেটির বিভিন্ন জায়গায় ফুটো হওয়ার ফলে ওই জায়গা দিয়ে জল ঢুকতে শুরু করে। এর পর আস্তে আস্তে জেটিটি হেলে পড়ে এবং জলের তোড় সামলাতে না পেরে নদীর জলে পরিপূর্ণ হয়ে যায়। ঘটনার পর থেকেই বন্ধ হয়ে যায় লঞ্চ পরিষেবা। এখানে লঞ্চ চালায় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। জেটিটিও তাদের তত্ত্বাবধানে রয়েছে। কিন্তু দিনের শুরুতে ব্যস্ত সময়ে জেটিটিতে সমস্যা হওয়ায় বিপাকে পড়ে যান যাত্রীরা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে ভূতল পরিবহন সংস্থা পাশের জেটি থেকে লঞ্চ পরিষেবা চালু করে। পাম্পের সাহায্যে হেলে পড়া জেটি থেকে জল বের করে দেওয়া হয়েছে বলে সমিতি সূত্রের খবর। ঘন্টাখানেক পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

howrah jetty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE