Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মুম্বইয়ে লাইনচ্যুত অমরাবতী এক্সপ্রেস, ক্ষয়ক্ষতির খবর নেই

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৪ ১০:২৩
Share: Save:

মুম্বইয়ের কল্যাণ স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হল অমরাবতী এক্সপ্রেসের ইঞ্জিন-সহ দু’টি কামরা। বৃহস্পতিবার সকাল পৌনে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রেলের এক আধিকারিক জানিয়েছেন, অমরাবতী-মুম্বই এক্সপ্রেস ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় লাইনচ্যুত হয় ট্রেনের ওই দু’টি কামরা। এই ঘটনার ফলে ওই শাখায় রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। এর ফলে সেন্ট্রাল রেলওয়ের কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল। নাসিক-লাগতপুরি-কল্যাণ এ আটকে পড়ে ট্রেন চলাচল। কল্যাণ থেকে ৫৪ কিলোমিটার দুরে ছত্রপতি শিবাজি টার্মিনাস। ব্যস্ত অফিস টাইমে দুর্ঘটনার ফলে ওই শাখায় থমকে যায় মুম্বই লাইফলাইন। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কাজ শুরু করেছে রেল। কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE