Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পেশ হল মোদী সরকারের প্রথম বাজেট

রুগণ অর্থনীতিকে চাঙ্গা করতে কড়া দাওয়াই, নাকি জনমোহিনী বাজেট— বৃহস্পতিবার সাধারণ বাজেটের আগে সেই দিকেই তাকিয়ে ছিলেন শিল্পপতি থেকে আমজনতা। এ দিন সংসদে ভারতের ৮৩তম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় আসার পর মোদী সরকারের এটি প্রথম বাজেট পরিবেশন। ১৯৪৭ সালে দেশের প্রথম বাজেট পরিবেশন করেন তত্কালীন অর্থমন্ত্রী আর কে সম্মুখম চেট্টি।

বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি: পিটিআই।

বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৪ ১০:৪১
Share: Save:

রুগণ অর্থনীতিকে চাঙ্গা করতে কড়া দাওয়াই, নাকি জনমোহিনী বাজেট— বৃহস্পতিবার সাধারণ বাজেটের আগে সেই দিকেই তাকিয়ে ছিলেন শিল্পপতি থেকে আমজনতা। এ দিন সংসদে ভারতের ৮৩তম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় আসার পর মোদী সরকারের এটি প্রথম বাজেট পরিবেশন। ১৯৪৭ সালে দেশের প্রথম বাজেট পরিবেশন করেন তত্কালীন অর্থমন্ত্রী আর কে সম্মুখম চেট্টি। বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির এটি প্রথম বাজেট পরিবেশন। অর্থমন্ত্রী হিসেবে সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন পি চিদম্বরম। দ্বিতীয় স্থানে রয়েছেন যশোবন্ত সিনহা, ওয়াই বি চহ্বান, সি ডি দেশমুখ ও বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অর্থমন্ত্রী না হলেও, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী পদ থেকে বাজেট পেশ করেন দশ বার।

অর্থমন্ত্রী যা বললেন


কর

• পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ঊর্ধসীমা বাড়িয়ে করা হল দেড় লাখ।

• প্রত্যক্ষ করের হারে পরিবর্তন হচ্ছে না।

• বিধিবদ্ধ ছাড় ২ লক্ষ থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ, প্রবীণদের জন্য ছাড় বেড়ে ৩ লক্ষ

• ৮০সি খাতে সঞ্চয় মাত্রা এক লক্ষ থেকে বেড়ে দেড় লক্ষ টাকা

• ৬০টি নতুন আয়কর সেবা কেন্দ্র তৈরি করা হবে


প্রতিরক্ষা

• প্রতিরক্ষায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২৬% থেকে বেড়ে ৪৯%

• প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২.২৯ লক্ষ কোটি।

• প্রিন্সেস পার্কে গড়ে তোলা হবে যুদ্ধ-স্মারক।

• বাজেট বরাদ্দের বাইরে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে ৫ হাজার কোটি।

• সীমান্ত এলাকায় সেনাদের যাতায়াতের সুবিধার জন্য রেলপথ সম্প্রসারণ, বরাদ্দ ১০০০ কোটি

• প্রতিরক্ষা বিষয়ক গবেষণার জন্য বরাদ্দ ১০০ কোটি

• পুলিশি ব্যবস্থার উন্নতির জন্য ১৫০০ কোটি বরাদ্দ


ডাক, বিমা ও ব্যাঙ্কিং

• বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২৬% থেকে বেড়ে ৪৯%

• ৪ লক্ষ কোটি টাকার কর বিভিন্ন মামলায় আটকে রয়েছে, এর জন্য আইন পরিবর্তনের সুপারিশ

• ব্যাঙ্কগুলিকে আরও শক্তিশালী করতে হবে

• ব্যাঙ্কিং ও কর্মসংস্থানের জন্য বিনিয়োগ প্রয়োজন

• নতুন করে কিষাণ বিকাশপত্র প্রকল্প চালু হবে

• পিপিএফে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যাবে

• বিদেশি বন্ড যাঁরা কিনেছেন তাঁদের ৫% কর ছাড় ৩০ জুন পর্যন্ত

• ছোট ব্যাঙ্ককে লাইসেন্স দেবে রিজার্ভ ব্যাঙ্ক

• ব্যাঙ্কিং পরিষেবায় চাপ কমাতে চায় সরকার।

• নতুন শিল্পোদ্যগে ১০০০ কোটির ক্যাপিটাল ফান্ড গড়া হবে।

• পিপিএফ ও পোস্ট অফিসে পড়ে থাকা অর্থ বয়স্ক মানুষদের সুবিধায় ব্যবহার করা হবে

• মূলধন বাড়াতে বাজারে বিভিন্ন ব্যাঙ্কের শেয়ারের পরিমাণ বাড়ানো হবে


কৃষি

• চাষিদের জন্য সেচের কাজ বাড়াতে ১০০০ কোটির প্রয়োজন

• ভূমিহীন চাষিদের জমি কেনার জন্য নাবার্ডের মাধ্যমে ১০০ কোটি

• চাষিদের দীর্ষমেয়াদি ঋণের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা

• দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বৈদ্যুতিকরণ প্রকল্পে ৫০০ কোটি বরাদ্দ।

• প্রধানমন্ত্রী সেচ প্রকল্প এবং পরিচ্ছন্ন ভারত আন্দোলন গড়ে তোলা হবে। দ্বিতীয় প্রকল্পটি গাঁধীজির নামে ঘোষণা করা হবে।

• এমএনআরইজিএ-কে কৃষি উত্পাদন ক্ষেত্রে ব্যবহার করা হবে।

• কৃষি ক্ষেত্রে গুরুত্ব দিতে বিভিন্ন প্রকল্পের ঘোষণা।

• চাষিদের সুবিধার্থে ‘কিষাণ টেলিভিশন’ চালু করা হবে। উন্নত চাষ পদ্ধতি সংক্রান্ত তথ্য সম্প্রচার করা হবে এই টিভিতে। বরাদ্দ ১০০ কোটি।

• গ্রামীণ এলাকায় দীর্ঘমেয়াদি ঋণ প্রকল্প চালু করা হবে।

• গুদামের ধারণ ক্ষমতা বাড়াতে ৫ হাজার কোটির প্রকল্প।


শিক্ষা ও স্বাস্থ্য

• ১২টি সরকারি মেডিক্যাল কলেজ গড়া হবে

• চারটি নতুন এইমস তৈরি হবে, হবে পশ্চিমবঙ্গেও, বরাদ্দ ৫০০ কোটি

• মেয়েদের স্কুলে জল ও শৌচাগারের জন্য বরাদ্দ ২৮ হাজার কোটি

• পাঁচটি নতুন আইআইটি ও পাঁচটি নতুন আইআইএম তৈরি হবে, বরাদ্দ ২০০ কোটি

• উচ্চশিক্ষার ক্ষেত্রে ঋণের ব্যবস্থা

• মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ একশো কোটি

• স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্ব, গড়ে তোলা হবে ইনস্টিটিউট অফ এক্সেলেন্স।

• অনলাইন শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাস গড়ে তুলতে ১০০ কোটি বরাদ্দ।

• বিভিন্ন রাজ্যের আবেদনকে গুরুত্ব দিয়ে ১২টি নতুন সরকারি কলেজ গড়া হবে।


সামাজিক প্রকল্প

• তফসিলি উপজাতির জন্য ৩২ হাজার কোটি ও তফসিলি জাতির জন্য ৫৫ হাজার ৫৪৮ কোটি বরাদ্দ

• বরিষ্ঠ পেনশন প্রকল্প ১৫ অগস্ট থেকে এক বছরের জন্য আবার চালু হচ্ছে

• পিপিপি মডেলে গুরুত্ব মেট্রোরেলে

• বস্তি উন্নয়নে বিশেষ প্রকল্প

• অপুষ্টির জন্য কমিশন গঠন

• শিশুকন্যা রক্ষা এবং তার শিক্ষা সংক্রান্ত প্রকল্প চালুর ঘোষণা।

• হস্তশিল্প এবং হস্তচালিত তাঁতশিল্পের পুনরুজ্জীবনে পিপিপি মডেল চালু করা হবে। বরাদ্দ ৫০০ কোটি।

• মফসসল শহরগুলিতে এবং গ্রামীণ এলাকায় ভারী শিল্প গড়ে তোলা হবে। বিভিন্ন প্রকল্প চালুর ঘোষণা।

• নতুন ইউরিয়া প্রকল্প গড়ে তোলা হবে।

• কাশ্মীর থেকে যাঁরা উচ্ছেদ হয়েছেন তাঁদের পুনর্বাসনের জন্য বরাদ্দ ৫০০ কোটি


সড়ক ও রেল

• প্রতি বছর ৮৫০০ কিলোমিটার নতুন সড়ক তৈরি করা হবে

• পণ্য পরিবহণ বাড়াতে জাতীয় সড়কে উন্নয়নের জন্য ৫০০ কোটি বরাদ্দ

• সড়ক ব্যবস্থার উন্নয়নের জন্য বরাদ্দ ৩৭ হাজার কোটি টাকা

• উত্তর পূর্বাঞ্চলের মানুষের যাতায়াত সুগম করতে রেলপথ নির্মাণের জন্য বরাদ্দ ১০০০ কোটি

• লখনউ এবং আমদাবাদ শহরে মেট্রো রেল চালু করা হবে।

• ২০ লাখ নাগরিক সমৃদ্ধ শহরগুলিতে এখনই মেট্রো চালু হওয়া উচিত্।

• প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বরাদ্দ ১৪ হাজার ৩৮৯ কোটি টাকা


গৃহ

• ২০২২-এ সবার জন্য গৃহপ্রকল্প, এর জন্য গৃহঋণে ছাড়

• কমদামের বাড়ি কেনার জন্য কর ছাড়

• গৃহঋণে ২ লক্ষ টাকা পর্যন্ত সুদে ছাড়

• প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ১৫ হাজার কোটি

• ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ককে ৪ হাজার কোটি


ক্রীড়া

• জুনিয়র ও সাব জুনিয়র পর্যায়ের জন্য ন্যাশনাল স্পোর্টস অ্যাকাডেমি

• মণিপুরে গড়ে তোলা হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। বরাদ্দ ১০০ কোটি

• কমনওয়েলথ ও এশিয়ান গেমসের প্রশিক্ষণের জন্য বরাদ্দ ১০০ কোটি


নগরোন্নয়ন

• দেশের বড় শহরের পাশে একশোটি স্মার্ট সিটি তৈরি করা হবে, এর জন্য ৭০৬০ কোটি টাকার প্রয়োজন

• গ্রামোন্নয়নে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে প্রকল্প

• আন্দামান ও নিকোবরের মানুষের যোগাযোগ ব্যবস্থার ১০০ কোটি


বাজেট এক নজরে

• বৃদ্ধির পথে হাঁটতে চায় দেশ

• মূল্যবৃদ্ধি কমানোই বড় চ্যালেঞ্জ

• দু’বছর ধরে বৃদ্ধির হার ৫%-এর নীচে

• বৃদ্ধির হার ৭-৮ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা।

• রাজকোষ ঘাটতি ২০১৬-’১৭-এর মধ্যে ৩% করা লক্ষ্য

• মূল্যবৃদ্ধি ঠেকাতে ৫০০ কোটির তহবিল

• সরকারি ব্যয়ের উপর নজর রাখতে ব্যবস্থা

• রাজকোষ ঘাটতি ৫.৫%

• ভর্তুকি কমানোই মূল লক্ষ্য

• যুবকদের প্রশিক্ষণ দিতে ‘স্কিল ইন্ডিয়া’ প্রকল্প

• পণ্য পরিষেবা কর নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা

• গুজরাতে সর্দার বল্লভভাই পটেলের মূর্তির জন্য ২০০ কোটি বরাদ্দ

• বিশ্ববাজারে আইটি পণ্য রফতানির ব্যবস্থা

• ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডরের কেন্দ্র হবে পুণে, এর জন্য বরাদ্দ ১০০ কোটি

• এসইজেড-এর জন্য অব্যবহৃত জমি ব্যবহার করা হবে

• নতুন বিনিয়োগের অভাব, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে আনার জন্য ১০ হাজার কোটির তহবিল তৈরি করা হবে

• বস্ত্র উত্পাদনের জন্য ক্লাস্টার

• জম্মু কাশ্মীরের পশমিনা শালের গবেষণার জন্য বরাদ্দ

• বস্ত্র উত্পাদনের জন্য মহীশূর, সুরাত, গুজরাতকে বিশেষ গুরুত্ব

• দেশের ভিতর ইলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত ১৬২০ কিলোমিটারের ‘জলমার্গ বিহার’ তৈরি হবে। এর জন্য বরাদ্দ ৪২০০ কোটি।

• সৌরবিদ্যুতের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ

• সৌরবিদ্যুত্ চালিত পাম্পের জন্য বরাদ্দ ১০০ কোটি

• আকরিক লোহার উত্পাদন বাড়ানোর জন্য আইনের প্রয়োজন

• প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ক্ষেত্রে ১৫০০ কিলোমিটার নতুন পাইপলাইন প্রয়োজন। এর জন্য পিপিপি মডেলে জোর

• উত্তর-পূর্ব ভারতের জন্য নতুন টেলিভিশন চ্যানেল তৈরি করা হবে।

• উত্তরাখণ্ডে হিমালয়ান স্টাডিজ কেন্দ্র গড়ে তোলা হবে। উত্তর-পূর্ব ভারতে জৈবচাষে গুরুত্ব।

• হিমালয় লাগোয়া রাজ্য— জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড পাবে বিশেষ সুবিধা।

• গোয়ায় গড়ে তোলা হবে গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনল কনভেনশন সেন্টার। বিশ্বমানের পরিষেবা কেন্দ্র গড়ে তোলা হবে পিপিপি মডেলে।

• জলবন্দর প্রকল্পে ১১,৬৩৫ কোটি বরাদ্দ।

• খনি সংক্রান্ত সমস্যা মেটানো হবে। নতুন নীতিও আনা হবে।

• বিমানবন্দর এবং বেসরকারি বিমান পরিবহণ ব্যবস্থায় গুরুত্ব।

• বেঙ্গালুরু-মুম্বই পরিকাঠামো করিডর সময়মতোই শেষ করা হবে।

• উত্পাদিত দ্রব্য খুচরো এবং ই-বাণিজ্য পদ্ধতিতে বিক্রি করা হবে। এর ফলে ই-বাণিজ্য ব্যবস্থা উত্সাহিত হবে।

• পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনকে জাতীয় উত্কর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

• দৃষ্টিহীনদের উপর বিশেষ নজর।

• বড় শহরগুলিতে নারী নিরাপত্তায় ১০০ কোটি বরাদ্দ।

• দেশের ৯টি বিমানবন্দরে ই-ভিসার পরিষেবা পাওয়া যাবে।

• তীর্থদর্শনের সুবিধার জন্য বরাদ্দ ১০০ কোটি

• নদীগুলিকে পরস্পরের সঙ্গে জুড়তে সমীক্ষার কাজে বরাদ্দ ১০০ কোটি

• গঙ্গা কনজারভেশন মিশন তৈরি করা হবে, বরাদ্দ ২০৩৭ কোটি

• হিমালয় নিয়ে গবেষণার জন্য বরাদ্দ ১০০ কোটি

• দিল্লিকে আন্তর্জাতিক মানের শহর হিসাবে গড়ে তুলতে বিদ্যুতে ২০০ কোটি এবং পানীয় জলে ৫০০ কোটি বরাদ্দ

• বিদ্যুত উতপাদন ও সরবরাহকারীদের ২০১৭-এর ২১ মার্চ পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড়

• খাদ্যপ্রক্রিয়াকরণ ক্ষেত্রে শুল্কে ছাড়।

• নন ট্যাক্স রেভিনিউ ২১২৫৪৪ কোটি।

• উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য ৩০০০ কোটি বরাদ্দ

• প্রতারণা রুখতে চিটফান্ড আইন পরিবর্ত

বাড়ল

কমল


স্টেনলেস স্টিলজাত দ্রব্য,
তামাকজাত দ্রব্য, পান মশলা,
ঠান্ডা পানীয়


টিভি, কম্পিউটার, অপরিশোধিত তেল, ১৯ ইঞ্চির
নীচে এলসিডি ও এলইডি টিভি, সাবান,
তৈলজাত দ্রব্য, গ্লিসারিন, হীরে, দামি পাথর,
ন্যাপথালিন, কয়লাজাত দ্রব্য, ক্রীড়া সরঞ্জাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

union budget budget modi jaitley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE