Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বার্সার জয়, চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন মেসি

রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। মঙ্গলবার রাতে ৪-০ গোলে হারল অ্যাপোয়েল। মেসি জাদুতেই উড়ে গেল অ্যাপোয়েলের রক্ষণপ্রাচীর। ম্যাচের শুরুতেই একটি গোল করে খাতা খুলে ফেলেন লুইস সুয়ারেজ। একটা বা দু’টো নয় রীতিমতো হ্যাটট্রিক করেন মেসি। অ্যাপোয়েল তখনও শূন্য।

হ্যাটট্রিক করার পর। ছবি: এএফপি।

হ্যাটট্রিক করার পর। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৪ ১২:৩১
Share: Save:

রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। মঙ্গলবার রাতে ৪-০ গোলে হারল অ্যাপোয়েল। মেসি জাদুতেই উড়ে গেল অ্যাপোয়েলের রক্ষণপ্রাচীর। ম্যাচের শুরুতেই একটি গোল করে খাতা খুলে ফেলেন লুইস সুয়ারেজ। একটা বা দু’টো নয় রীতিমতো হ্যাটট্রিক করেন মেসি। অ্যাপোয়েল তখনও শূন্য। সব মিলিয়ে ৪-০ গোলে হারে অ্যাপোয়েল।

চ্যাম্পিয়ন্স লিগে রাউল গঞ্জালেসের ৭১টি গোলের রেকর্ড ভেঙে ৭৪টি গোলের অধিকারি হলেন লিওনেল মেসি। রেকর্ড ভাঙতে বেশি ক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে। খেলার ৩৮ মিনিটের মাথায় রাফিনহোর ক্রস থেকে গোল করেন তিনি। সেই সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সেরা গোলদাতা হয়ে যান মেসি। যদিও এই ম্যাচে এটি দলের দ্বিতীয় গোল। প্রথম গোলটি করেন এই মরসুমে লিভারপুল থেকে আসা লুইস সুয়ারেজ। প্রথমার্ধে অপর পক্ষ গোল করতে না পারায় বিরতিতে ২-০ ফল দাঁড়ায়।

দ্বিতীয়ার্ধে নেমে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ৫৮ মিনিটের মাথায় দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় এবং ৮৭ মিনিটে দলের চতুর্থ ও নিজের তৃতীয় গোলটি করেন মেসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE