Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আমেরিকায় ব্যঙ্গচিত্র প্রদর্শনীতে হামলা, হত দুই বন্দুকবাজ

আশঙ্কা ছিল, তাই নিরাপত্তার ব্যবস্থাও ছিল আঁটোসাঁটো। ফলে প্রাণে বেঁচে গেলেন আমেরিকার টেক্সাসে মহম্মদকে নিয়ে এক ব্যঙ্গচিত্রের প্রদর্শনী এবং আলোচনায় আসা প্রতিনিধিরা। মার্কিন সময় রবিবার সন্ধ্যায় এই হামলায় দু’জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নিরাপত্তাকর্মীও। টেক্সাসের গারল্যান্ডের কার্টিস কুলওয়েল সেন্টারে ইসলাম নিয়ে আলোচনা ও মহম্মদকে নিয়ে ব্যঙ্গচিত্রের এক প্রদর্শনীর আয়োজন করেছিল একটি পরিচিত ‘ইসলাম-বিরোধী’ সংগঠন ‘আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিসিয়েটিভ (এএফডিআই)’।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ১৮:৪১
Share: Save:

আশঙ্কা ছিল, তাই নিরাপত্তার ব্যবস্থাও ছিল আঁটোসাঁটো। ফলে প্রাণে বেঁচে গেলেন আমেরিকার টেক্সাসে মহম্মদকে নিয়ে এক ব্যঙ্গচিত্রের প্রদর্শনী এবং আলোচনায় আসা প্রতিনিধিরা। মার্কিন সময় রবিবার সন্ধ্যায় এই হামলায় দু’জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নিরাপত্তাকর্মীও।

টেক্সাসের গারল্যান্ডের কার্টিস কুলওয়েল সেন্টারে ইসলাম নিয়ে আলোচনা ও মহম্মদকে নিয়ে ব্যঙ্গচিত্রের এক প্রদর্শনীর আয়োজন করেছিল একটি পরিচিত ‘ইসলাম-বিরোধী’ সংগঠন ‘আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিসিয়েটিভ (এএফডিআই)’। এই আলোচনায় এসেছিলেন ডেনমার্কের রাজনীতিবিদ এবং ‘ইসলাম-বিরোধী’ প্রচারক গ্রিট উইল্ডার্স। এখানে মহম্মদের ব্যঙ্গচিত্র নিয়ে প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। ঘোষণা হয়েছিল এই বিষয়ে শ্রেষ্ঠ ব্যঙ্গচিত্রীকে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সেন্টারের পার্কিংয়ে ঢুকে গুলি চালাতে থাকে দুই বন্দুকবাজ। তখন কয়েক জন প্রতিনিধি আলোচনাসভা থেকে বের হচ্ছিলেন। তাঁরা গুলির আওয়াজ শুনতে পান। গুলির আওয়াজ পেয়েই দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় পুলিশ। প্রতিনিধিদের সভাঘরে ঢুকিয়ে দেওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই কার্টিস কুলওয়েল সেন্টার এবং তার সংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রথমে এক জন বন্দুকবাজ নিহত হয়। পরে দ্বিতীয় বন্দুকবাজকে হত্যা করা হয়। তবে এই দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

বন্দুকবাজদের গুলি এক নিরাপত্তাকর্মীর পায়ে লাগে। ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াডও। যুদ্ধকালীন তত্পরতায় ওই আলোচনা সভার প্রতিনিধিদের এবং পাশের কয়েকটি বাড়ি থেকে লোকজন সরিয়ে দেওয়া হয়। স্থানীয় পুলিশ জানায়, এই আলোচনাসভা ও প্রদর্শনীটি স্পর্শকাতর হওয়ায় নিরাপত্তার কড়াকড়ি ছিলই। তবে এই হামলা সম্পর্কে আগাম কোনও খবর ছিল না বলেই স্থানীয় পুলিশ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE