Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারতরত্ন সম্মান পাওয়ায় বাজপেয়ীকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

ভারতরত্ন সম্মান পাওয়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ট্যুইটারে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে এক জন ‘যোগ্য রাজনীতিবিদ’ বলে মন্তব্য করে তিনি লিখেছেন, “অটলবিহারী বাজপেয়ী এই সম্মানের যোগ্য ব্যক্তি।

সংবাদ সংস্থা
দিল্লি শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৫ ১৪:১০
Share: Save:

ভারতরত্ন সম্মান পাওয়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ট্যুইটারে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে এক জন ‘যোগ্য রাজনীতিবিদ’ বলে মন্তব্য করে তিনি লিখেছেন, “অটলবিহারী বাজপেয়ী এই সম্মানের যোগ্য ব্যক্তি। তাঁর জন্য শুভেচ্ছা রইল।” প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও।

শুক্রবার দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত হতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে এই পুরস্কার তুলে দেবেন। একই সঙ্গে মরণোত্তর এই সম্মান দেওয়া হবে স্বাধীনতা সংগ্রামী এবং শিক্ষাবিদ মদনমোহন মালবীয়কে।

সূত্রের খবর, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাস ভবনে গিয়ে তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েক জন সদস্য। রাষ্ট্রপতির বাসভবনে গিয়েই এই সম্মান নেওয়া রীতি হলেও এ বার সেই রীতি ভেঙে রাষ্ট্রপতি নিজেই অসুস্থ বাজপেয়ীর বাসভবনে গিয়ে তাঁকে ওই সম্মান দেবেন।

২০১৪ সালের ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে এবং লোকসভা ভোটে প্রচারের সময়ে স্বাধীনতা সংগ্রামী মদনমোহন মালবীয়কে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণাই সরকারি শিলমোহর পেয়েছে। এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর, রাজনীতিবিদ সি রাজাগোপালাচারী, বিজ্ঞানী সি ভি রমন–সহ মোট ৪৩ ব্যাক্তিত্বকে এই সম্মান দেওয়া হয়েছে।

অটলবিহারী বাজপেয়ীকে মুখ্যমন্ত্রীর এই অভিনন্দন নিয়ে অবশ্য শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সম্পর্ক বেশ ভাল। সাম্প্রতিক কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর দুই দলের ‘সমঝোতা’ নিয়ে কটাক্ষ করেছিল বিরোধীরা। এ দিনের এই অভিনন্দন বার্তাকে সমঝোতার পরবর্তী ধাপ বলেছেন বিরোধীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE