Advertisement
১৮ এপ্রিল ২০২৪

পাঁচ বছরের কারাদণ্ড অস্কার পিস্টোরিয়াসের

কারাদণ্ড না অন্য কোনও সাজা— অস্কার পিস্টোরিয়াসের ‘ভাগ্য’ নিয়ে ক’দিন ধরে এই জল্পনাই চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল মঙ্গলবার। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিল প্রিটোরিয়ার আদালত। এ দিন বহু আলোচিত মামলার রায় দিলেন বিচারক থোকোদিল মাসিপা। এ দিন সকাল সকাল প্রিটোরিয়া আদালতে হাজির হন ২৭ বছরের অস্কার। কোনও মন্তব্য না করে সোজা চলে যান আদালতের ভিতরে। আগে থেকেই আদালত কক্ষে হাজির ছিলেন তাঁর আইনজীবী ব্যারি রু। আদালত চত্বর তখন ভিড়ে ঠাসা।

প্রিটোরিয়া আদালতে পিস্টোরিয়াস। ছবি: এএফপি।

প্রিটোরিয়া আদালতে পিস্টোরিয়াস। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৪ ১৫:১৫
Share: Save:

কারাদণ্ড না অন্য কোনও সাজা— অস্কার পিস্টোরিয়াসের ‘ভাগ্য’ নিয়ে ক’দিন ধরে এই জল্পনাই চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল মঙ্গলবার। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিল প্রিটোরিয়ার আদালত। এ দিন বহু আলোচিত মামলার রায় দিলেন বিচারক থোকোদিল মাসিপা। এ দিন সকাল সকাল প্রিটোরিয়া আদালতে হাজির হন ২৭ বছরের অস্কার। কোনও মন্তব্য না করে সোজা চলে যান আদালতের ভিতরে। আগে থেকেই আদালত কক্ষে হাজির ছিলেন তাঁর আইনজীবী ব্যারি রু। আদালত চত্বর তখন ভিড়ে ঠাসা।

গত ২৪ সেপেটেম্বর এই মামলার শেষ শুনানি ছিল আদালতে। ‘ব্লেড রানার’-এর শাস্তি নিয়ে আলোড়িত হয় প্রিটোরিয়া-সহ গোটা দুনিয়া। তাঁর বান্ধবী রিভার আইনজীবীরা পিস্টোরিয়াসের দশ বছরের কারাদণ্ডের দাবি করেছিলেন আদালতে।

২০১৩-র ১৪ ফেব্রুয়ারি প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত হন অস্কার পিস্টোরিয়াস। তার পর থেকেই তাঁর শাস্তির দাবি আরও জোরালো করেন রিভার আইনজীবীরা।

২০১৩-য় ভ্যালেন্টাইন্স ডে-তে পিস্টোরিয়াসের গুলি চালানোয় মৃত্যু হয় তাঁর বান্ধবী রিভা স্টিনক্যাম্পের। বান্ধবীর মৃত্যুর পর থেকেই রহস্য ঘনীভূত হতে থাকে পিস্টোরিয়াসকে ঘিরে। পিস্টোরিয়াস দাবি করেন, ঘরে দুষ্কৃতী ঢুকেছে ভেবেই সে দিন পর পর চারটি গুলি চালান তিনি। তাতেই মৃত্যু হয় রিভা-র। দরজার পিছনে বান্ধবী যে দাঁড়িয়েছিলেন সেটা জানতেন না তিনি। মৃত্যুর কারণ নিয়ে ধন্দ দেখা দেওয়ায় শুরু হয় মামলা। দীর্ঘ সাত মাসেরও বেশি সময় ধরে মামলা চলে।

যুক্তি, পাল্টা যুক্তিতে উত্তাল হয় আদালত। পিস্টোরিয়াসের বয়ান নিয়েও শুরু হয় জল্পনা। তিনি আদৌ সত্যি বলছেন, না সত্য ঘটনাকে আড়াল করার চেষ্টা করছেন মামলায় সেটাই খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এমনকী, মামলা চলাকালীন আদালতেই হাজির করানো হয় পিস্টোরিয়াসের শৌচালয়ের মডেল। তবে ঘটনার পরই দক্ষিণ আফ্রিকার পুলিশ অভিযোগ করেছিল ইচ্ছাকৃত ভাবেই বান্ধবীকে খুন করেছে পিস্টোরিয়াস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE