Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রয়াত সাংসদদের শ্রদ্ধা জানিয়ে এ দিনের মতো মুলতুবি সংসদ

শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনকে সুষ্ঠু ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সোমবার সকল সাংসদ এবং বিরোধী দলগুলিকেও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমাদের অনেক কাজ করতে হবে। আশা করি সকলেই ঠান্ডা মাথায় এই অধিবেশনকে সফল করতে উদ্যোগী হবেন।”

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ১১:৪৩
Share: Save:

শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনকে সুষ্ঠু ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সোমবার সকল সাংসদ এবং বিরোধী দলগুলিকেও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, “আমাদের অনেক কাজ করতে হবে। আশা করি সকলেই ঠান্ডা মাথায় এই অধিবেশনকে সফল করতে উদ্যোগী হবেন।”

গত অধিবেশনে বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রসঙ্গ তুলে এই অধিবেশনেও তাদের কাছ থেকে সেই ধরনের ভূমিকার আশা প্রকাশ করেছেন মোদী।

নতুন সাংসদদের শপথগ্রহণ এবং পরিচয় পর্বের পর প্রয়াত সাংসদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এ দিনের মতো অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

তবে মঙ্গলবার অধিবেশনের শুরুতেই বেশ কয়েকটি বিল পাশ করিয়ে নিতে চাইবে কেন্দ্র। এর মধ্যে যেমন রয়েছে বিমা, কয়লা এবং পরিষেবা করের মতো ৩৯টি বিল। এ ছাড়া যে বিষয়ের দিকে সকলের নজর থাকবে তা হল কালো টাকা প্রসঙ্গ। তৃণমূল আগেই জানিয়েছিল শীতকালীন অধিবেশনে কালো টাকা নিয়ে সরকারকে আক্রমণ করবে।

সম্প্রতি ছত্তীসগঢ়ে বন্ধ্যাকরণে মৃত্যু নিয়েও সরকারকে নিশানা করতে পুরোদস্তুর প্রস্তুত কংগ্রেস। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবাই মিলে অধিবেশন চালিয়ে যেতে উদ্যোগী হয় কি না এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE