Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Entertainment News

১০০০ কোটির বাজেটে মহাভারত নিয়ে সিনেমা, টার্গেট বিশ্ববাজার

ভারতীয় সিনেমায় এ এক নতুন ইতিহাস। সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় ব্যবসায়ী বিআর শেট্টি ভারতে ‘মহাভারত’ তৈরির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। এত বড় বাজেটের ছবি এর আগে দেখেনি ইন্ডাস্ট্রি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ১৯:৩৮
Share: Save:

ভারতীয় সিনেমায় এ এক নতুন ইতিহাস। সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় ব্যবসায়ী বিআর শেট্টি ভারতে ‘মহাভারত’ তৈরির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। এত বড় বাজেটের ছবি এর আগে দেখেনি ইন্ডাস্ট্রি।

সূত্রের খবর, ছবির নাম হবে ‘দ্য মহাভারত’। পরিচালক ভিএ শ্রীকুমার মেননের নির্দেশনায় এই ছবি তৈরি হবে দুটি ভাগে। ২০১৮-এর সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। ছবির প্রথম পর্যায় ২০২০ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন, বিয়ে করলেন করিশ্মার প্রাক্তন স্বামী, পাত্রী কে?

প্রযোজক বি আর শেট্টি বলেছেন, ‘‘প্রাথমিক ভাবে ছবিটি ইংরেজি, হিন্দি, মালয়লাম, কানাড়া, তামিল, তেলুগু ভাষায় শুট করা হবে। এ ছাড়া অন্যান্য বিদেশি ভাষাতেও ছবিটি ডাব করাও হবে।’’ এই ছবিতে বহু নামজাদা ভারতীয় এবং হলিউড-সহ বিদেশি অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে বলে খবর।

ছবির চিত্রনাট্য লিখছেন পদ্মভূষণজয়ী এমটি বাসুদেবেন নায়ার। তাঁর কথায়, ‘‘আমি নিশ্চিত এই ছবি একশোটিরও বেশি ভাষায় তৈরি করা হবে এবং তিরিশ কোটি জনতা দেখবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahabharata BR Shetty Film
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE