Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

শ্রীদেবীর মৃত্যু পরিকল্পনামাফিক খুন! চাঞ্চল্যকর দাবি অবসরপ্রাপ্ত এসিপি-র

বেদ ভূষণ নামের ওই অবসরপ্রাপ্ত এসিপি-র দাবি, ‘‘কাউকে বাথটবের জলে ডুবিয়ে দেওয়া খুব সবজ। যতক্ষণ পর্যন্ত ভিকটিমের শ্বাস বন্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জোর করে ডুবিয়ে রাখা যায় কোনও প্রমাণ ছাড়াই। খুব সহজে সেটাকে দুর্ঘটনাজনিত মৃত্যুর তকমাও দেওয়া যায়।’’

শ্রীদেবী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

শ্রীদেবী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মে ২০১৮ ১০:০৫
Share: Save:

গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী। পোস্টমর্টেম রিপোর্টে জানা গিয়েছিল, বাথটাবের জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। কিন্তু দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত এসিপি সম্প্রতি দাবি করেছেন, এই মৃত্যু পরিকল্পনা মাফিক করা হয়েছে!

বেদ ভূষণ নামের ওই অবসরপ্রাপ্ত এসিপি-র দাবি, ‘‘কাউকে বাথটবের জলে ডুবিয়ে দেওয়া খুব সবজ। যতক্ষণ পর্যন্ত ভিকটিমের শ্বাস বন্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জোর করে ডুবিয়ে রাখা যায় কোনও প্রমাণ ছাড়াই। খুব সহজে সেটাকে দুর্ঘটনাজনিত মৃত্যুর তকমাও দেওয়া যায়।’’

বেদের দাবি, শ্রীদেবীর রহস্যজনক মৃত্যুর পর তিনি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারস্-এ গিয়েছিলেন। যে ঘরে নায়িকা ছিলেন সেখানে তিনি ঢুকতে পারেননি। পাশের ঘরে থেকে গোটা ঘটনাটি পর্যবেক্ষণ করার চেষ্টা করেন। তখনই কিছু অসমাঞ্জস্য তাঁর নজরে আসে।

আরও পড়ুন, রাজ-শুভশ্রীর বিয়েতে বিশেষ কেউ কেউ গেলেন না কেন?

বেদের কথায়, ‘‘শ্রীদেবীর মৃত্যু রহস্যজনক ভাবে হয়েছে। ওঁর মৃত্যুর পর এমন কিছু প্রশ্ন উঠেছে যা যুক্তিযুক্ত। যার উত্তর পাওয়া দরকার। আমাদের মনে হচ্ছে, কিছু লুকনো হচ্ছে।’’

আরও পড়ুন, গৌরব-সন্দীপ্তার নতুন কোনও কেমিস্ট্রি?

এর আগে চিত্র পরিচালক সুনীল সিংহও শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর দাবি ছিল, শ্রীদেবীর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। আর ওই নির্দিষ্ট বাথটাবের মাপ ছিল ৫ ফুট ১ ইঞ্চি। তা হলে কী ভাবে বাথটাবে ডুবে তাঁর মৃত্যু হতে পারে বলে প্রশ্ন তুলেছিলেন তিনি।

যদিও সুনীল বা বেদ ভূষণ, কারও মন্তব্য নিয়েই শ্রীদেবীর পরিবারের পক্ষ থেকে কেউ মুখ খোলনেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE