Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ট্রেন ধরতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হল অভিনেতার

সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, মালাড স্টেশনে চার্চগেটগামী ট্রেন ধরার জন্য ওভারব্রিজ দিয়ে দৌড়চ্ছিলেন প্রফুল্ল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে পড়ে যান তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ১৮:৪৩
Share: Save:

দৌড়ে ট্রেন ধরতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হল ২২ বছর বয়সী মরাঠি অভিনেতা প্রফুল্ল ভালেরাওয়ের। সোমবার ভোর ৪.১৫ নাগাদ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড স্টেশনে।

ঘটনার পর তাঁকে বাবাসাহেব অম্বেডকর হাসপাতালে নিয়ে যায় জিআরপি। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রফুল্লর আইফোন ঘেঁটে তাঁর পরিচয় জানতে পারে পুলিশ।

পরে সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, মালাড স্টেশনে চার্চগেটগামী ট্রেন ধরার জন্য ওভারব্রিজ দিয়ে দৌড়চ্ছিলেন প্রফুল্ল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে পড়ে যান তিনি। পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে মাথায় গুরুতর আঘাত লাগার কথা বলা হয়েছে।

আরও পড়ুন, আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে কার সঙ্গে সেলফি তুলতে চাইলেন শাহরুখ?

বাড়িতে খবর যেতেই শোকে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাঁর এক আত্মীয় সাংবাদিকদের বলেন, সাধারণত বাবার বাইকে করেই যাতায়াত করতেন প্রফুল্ল। চার মাস আগে মালাডের একটি নতুন অফিসে যোগ দেন তিনি। বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরের সেই অফিসে ট্রেনে করে যাতায়াত করতেন।


প্রয়াত মরাঠি অভিনেতা প্রফুল্ল ভালেরাওয়ের।

প্রফুল্লর মা সাংবাদিকদের জানান, নাইট ডিউটি সেরে ভোর সওয়া ৫টা নাগাদ বাড়ি ফিরতেন প্রফুল্ল। কিন্তু সোমবার ছ’টার পরেও ছেলে বাড়ি না ফেরায় মোবাইলে ফোন করতে যান তাঁর বাবা। তখনই পুলিশ থেকে ফোন করা হয় তাঁদের।

আরও পড়ুন, আলিয়ার নাচের ভিডিও ভাইরাল, কেন জানেন?

শিশু অভিনেতা হিসেবে জনপ্রিয় প্রফুল্ল মরাঠি ধারাবাহিক ‘কুনকু’ (২০০৯-২০১১)-তে কাজ করেছেন। এ ছাড়াও ‘বারায়ন’ (২০১৮) নামের একটি মরাঠি ছবিতেও সম্প্রতি কাজ করেছিলেন তিনি।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE