Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Entertainment News

অভিনেতা নরেন্দ্র ঝা প্রয়াত

‘হায়দার’-ছবিতে শাহিদ কপূরের বাবা ডক্টর হিলাল মীর-এর চরিত্রে নজর কেড়েছিলেন নরেন্দ্র ঝা। ‘কাবিল’-এ পুলিশ অফিসারের চরিত্রেও পেয়েছিলেন জনপ্রিয়তা।

নরেন্দ্র ঝা। ছবি: টুইটারের সৌজন্যে।

নরেন্দ্র ঝা। ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮ ১২:৫৭
Share: Save:

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড অভিনেতা নরেন্দ্র ঝা। ‘কাবিল’, ‘রইস’, ‘হায়দার’-এর মতো অসংখ্য হিট ছবির অভিনেতা তিনি। বুধবার ভোর পাঁচটা নাগাদ ওয়াডায় তাঁর ফার্মহাউজে মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৫।

পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগেই বুকে ব্যথার জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে বেশ কিছুদিন চিকিত্সা চলে তাঁর। খানিকটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর পুরোপুরি বিশ্রাম নিতে তাঁর ফার্মহাউজে চলে যান তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী পঙ্কজা ঠাকুর। পঙ্কজা সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন)-এর প্রাক্তন সিইও। মহারাষ্ট্রের ওয়াডা এলাকার ফার্মহাউজেই চিকিত্সা চলছিল তাঁর।

বিহারের মধুবনীতে জন্ম নরেন্দ্র ঝার। বলিউডে পা রাখার আগে দীর্ঘদিন টেলিভিশনে অভিনয় করেছেন তিনি। ‘বেগুসরাই’, ‘এক ঘর বানাউঙ্গা’, ‘সুপারকপস ভার্সেস সুপারভিলেনস’-এর মতো বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ২০১২ সালে ‘ফান্টুস’ ছবিতে অভিনয় করে বলিউড অভিষেক হয় তাঁর। শ্যাম বেনেগালের ‘নেতাজি সুভাষচন্দ্র বোস: দ্য লাস্ট হিরো’ ছবিতেও অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা।

নরেন্দ্র ঝা। (১৯৬৩-২০১৮)

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

‘হায়দার’-ছবিতে শাহিদ কপূরের বাবা ডক্টর হিলাল মীর-এর চরিত্রে নজর কেড়েছিলেন নরেন্দ্র ঝা। ‘কাবিল’-এ পুলিশ অফিসারের চরিত্রেও পেয়েছিলেন জনপ্রিয়তা। এছাড়া ‘ফোর্স’, ‘মহেঞ্জোদারো’, ‘রইস’, ‘হামারি আধুরি কাহানি’ ছবিতেও অভিনয়ে ছাপ রেখেছেন তিনি। সলমনের আগামী ছবি ‘রেস থ্রি’-তেও অভিনয় করেছেন নরেন্দ্র ঝা। সম্ভবত এটিই বলিউডে তাঁর শেষ ছবি হতে চলেছে।

আরও পড়ুন, শুটিংয়ে গিয়ে অসুস্থ অমিতাভ, এখন ভালই

আরও পড়ুন, দুঃখ নিয়ে মারা গিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীদেবীর মামা

প্রিয় অভিনেতার মৃত্যুকে বলিউডে শোকের ছায়া। টুইট করে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহকর্মী ও বন্ধুরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE