Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অমিতাভের রবিবাসরীয় ভালবাসা

প্রতি রবিবার ‘প্রতীক্ষা’-র সামনে প্রতীক্ষায় থাকেন অসংখ্য মানুষ। এঁদের মধ্যে অবস্থার বা অবস্থানের ফারাক রয়েছে। কিন্তু এঁদের মধ্যে একটা জোরালো যোগসূত্রও বর্তমান— এরা সকলেই বিগ বি-র ভক্ত। একবার তাঁকে দেখতে পাওয়াটাই এই রবিবাসরীয় জমায়েতের একমাত্র উদ্দেশ্য।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০০:০০
Share: Save:

প্রতি রবিবার ‘প্রতীক্ষা’-র সামনে প্রতীক্ষায় থাকেন অসংখ্য মানুষ। এঁদের মধ্যে অবস্থার বা অবস্থানের ফারাক রয়েছে। কিন্তু এঁদের মধ্যে একটা জোরালো যোগসূত্রও বর্তমান— এরা সকলেই বিগ বি-র ভক্ত। একবার তাঁকে দেখতে পাওয়াটাই এই রবিবাসরীয় জমায়েতের একমাত্র উদ্দেশ্য। অনুমান করা যায়, সব সময়ে এই জমায়েত শান্তিপূর্ণ থাকে না। ভক্তদের হই-চই, উন্মাদনা কি বিঘ্নিত করে ‘প্রতীক্ষা’-র শান্তি? ৭২ বছরের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ সম্প্রতি তাঁর ব্লগে জানিয়েছেন, এ সব থেকে মাঝে মাঝেই ভয় হয়, ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়! কিন্তু যেই রবিবার আসে, এই চিত্কার, উন্মাদনা আর খুশিতে ভরা মুখগুলো তাঁর সব দ্বিধা-দ্বন্দ্বকে ভাসিয়ে দেয়। রবিবার মানে তাঁর জীবনে কেবল ভালবাসা, বিশুদ্ধ ভালবাসা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amitabh Bachchan Big-B bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE