Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment News

‘এ বার জন্মদিনে সেরা গিফট পেলাম’

‘ডিস্কো কিঙ্গ’। ভালবেসে অনুরাগীরা তাঁকে এই নামেই ডাকেন। তিনি বাপ্পি লাহিড়ি। আজ তিনি বার্থ ডে বয়। ৬৪ বছর পূর্ণ করলেন। জীবনের সেরা বার্থ-ডে গিফট এই জন্মদিনেই পেয়েছেন বাপ্পি। সেই গিফটের কথা সূদুর লস অ্যাঞ্জেলস থেকে এক্সক্লুসিভলি শেয়ার করলেন আমাদের সঙ্গে। ‘ডিস্কো কিঙ্গ’। ভালবেসে অনুরাগীরা তাঁকে এই নামেই ডাকেন। তিনি বাপ্পি লাহিড়ি। আজ তিনি বার্থ ডে বয়। ৬৪ বছর পূর্ণ করলেন। জীবনের সেরা বার্থ-ডে গিফট এই জন্মদিনেই পেয়েছেন বাপ্পি। সেই গিফটের কথা সূদুর লস অ্যাঞ্জেলস থেকে এক্সক্লুসিভলি শেয়ার করলেন আমাদের সঙ্গে।

বাপ্পি লাহিড়ি।

বাপ্পি লাহিড়ি।

স্বরলিপি ভট্টাচার্য
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ১৪:১৫
Share: Save:

শুভ জন্মদিন।
আরে… থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ।

কেমন আছেন?
খুব ভাল আছি। এখন আমি লস অ্যাঞ্জেলসে। এখানে আমার বাড়ি আছে।

জন্মদিনটা এ বার তা হলে ওখানেই কাটছে?
হ্যাঁ, এখানেই পরিবারের সঙ্গে আছি। আর এ বছর জন্মদিনে আমার সেরা গিফটও পেয়েছি।

তাই? কী সেই গিফট?
কয়েক মাস আগে আমার নাতি হয়েছে। বাপ্পার ছেলে। ওর নাম কৃষ বাপ্পা লাহিড়ি। আমাদের পরিবারের নতুন সদস্য।

আরও পড়ুন, নতুন খবর দিলেন সৌরভ-মধুমিতা, কী জানেন?

বাহ্! এ তো দারুণ খবর।
সত্যিই খুব খুশি আমি। আমার কাছে সঙ্গীত আর পরিবারই সব।

আর আপনার ভক্তরা?
তারা তো আমার এক্সটেনন্ডেট ফ্যামিলিরই অংশ। কলকাতা বলুন, মুম্বই বলুন, আমি কি ফ্যানেদের ভুলতে পারি? সবাইকে বলতে চাই, কলকাতায় আসছি আমরা জানুয়ারিতে।

প্রায় ৫০ বছরে ৫৫০টি ছবিতে পাঁচ হাজারেরও বেশি গান কম্পোজ করেছেন। আজ ৬৪ বছর পূর্ণ করলেন। এখনও এত এনার্জি কী করে পান?
আসলে সবই আমার ফ্যানেদের ভালবাসা। আমি মিউজিক ভালবাসি। আমি বিশ্বাস করি, সঙ্গীতই ভগবান। আমি এ বছরই ‘ডিভাইন পাওয়ার’ রিলিজ করলাম। শ্রীকৃষ্ণের গান রয়েছে তাতে।


তিন প্রজন্ম। বাপ্পি লাহিড়ির সঙ্গে রয়েছেন ছেলে বাপ্পা ও নাতি কৃষ। ছবি: বাপ্পি লাহিড়ির সৌজন্যে।

হলিউডেও তো কাজ করলেন।
ইয়েস। অস্কারের জন্য মনোনীত ‘দ্য লায়ন’-এ আমার গান রয়েছে। তা ছাড়া ‘গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি টু’, ‘ডিভাইন লাভার্স’, ‘মোয়ানা’-এ কাজ করেছি। ‘দ্য কিঙ্গস্‌ম্যান: দ্য গোল্ডেন সার্কল’-এর হিন্দি ভার্সানে স্যার এলটন জোন্সের ডাবিং করলাম। এটা আমার কাছে খুবই সম্মানের।

আপনার কম্পোজ করা ‘কলকাতার রসগোল্লা’র রিমিক্স হয়েছে এ বছর।
হ্যাঁ, ‘ককপিট’-এ। ওটার খুব ভাল রেসপন্স। তা ছাড়াও ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ (তাম্মা তাম্মা), ‘ইত্তেফাক’ (রাত বাকি), ‘ড্যাডি’ (জিন্দেগি মেরা ড্যান্স ড্যান্স), ‘ইন্দু সরকার’ (দিল্লি কি রাত না যাইয়ে)— এ বছরই রিলিজ করেছে।

আরও পড়ুন, ঋদ্ধিমা তাঁর হবু বর গৌরবকে এই অদ্ভুত নামে ডাকেন!

আপনি নিশ্চয়ই জানেন, ‘রসগোল্লা’ এখন বাংলার। আপনার ‘কলকাতার রসগোল্লা’ গান তো এখনও সকলের প্রিয়। এই স্বীকৃতি আপনার কেমন লাগছে?
আমার গর্ব হচ্ছে। আমি কলকাতাতে জন্মেছি। আমার ‘কলকাতার রসগোল্লা’ বাংলার দর্শক তো বটেই, সারা পৃথিবীতে হিট। আর রসগোল্লাও বাংলার। আমার খুব ভাল লাগছে।

অনেক ধন্যবাদ, খুব ভাল থাকবেন।
ধন্যবাদ। আপনারও সকলে ভাল থাকুন।

ভিডিও সৌজন্যে: থিজম ইভেন্টস্, কলকাতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE