Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অর্জকের তথ্যচিত্রে সেরামিকসের দুনিয়া

তথ্যচিত্রটি নিয়ে উচ্ছ্বসিত অর্জক। তাঁর কথায়, সাধারণের কাছে সেরামিকস প্রযুক্তির চিত্রটা অনেকটা তুলে ধরা যাবে এই তথ্যচিত্রের মাধ্যমে। অস্টেওপরেসিসের মতো হাড়ের রোগে সেরামিকসের নকল হিপজয়েন্ট শরীরে বসানো হয়। বিভিন্ন ইন্টারনেট পরিষেবার অপটিক্যাল ফাইবারে সেরামিকস ব্যবহার হয়।

সৃজন: তথ্যচিত্রের শ্যুটিংয়ের ফাঁকে অর্জক। —নিজস্ব চিত্র।

সৃজন: তথ্যচিত্রের শ্যুটিংয়ের ফাঁকে অর্জক। —নিজস্ব চিত্র।

সৌমিত্র কুণ্ডু
শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ০৩:১৯
Share: Save:

সেরামিকসের ব্যবহার প্রসঙ্গে সাধারণ ভাবে পোড়ামাটি, চিনামাটির বাসনপত্রের কথাই অনেকের মনে ভেসে ওঠে। শরীরের কোনও হাড় প্রতিস্থাপনে সেরামিকসের ব্যবহার অনেকেরই অজানা। মোবাইল ফোনের বিশেষ ধরনের ব্যাটারি, মোবাইলের স্ক্রিন প্রটেক্টর, রকেটে উচ্চতাপ সহনশীল ক্ষমতা যুক্ত আবরণ তৈরি—সবেতেই এখন সেরামিকসের প্রযুক্তি। হালফিল দুনিয়ায় জল পরিস্রুত করার ফিল্টার থেকে মহাকাশ যাত্রার রকেটে সেরামিকসের ব্যবহার বাড়ছে। তবে তা নিয়ে সাধারণের ধারণা কম।

সেই কারণেই পুরনো ধারণা ভেঙে বর্তমান যুগে সেরামিকসের ব্যাপক ব্যবহার সহজ করে বোঝাতে তথ্যচিত্র করেছেন আইআইটি কানপুরের ছাত্র অর্জক ভট্টাচার্য। উত্তরবঙ্গের রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা অর্জক। সাত মিনিটের ওই তথ্যচিত্র সম্প্রতি অ্যামেরিকান সেরামিক সোসাইটির উদ্যোগে তথ্যচিত্র প্রতিযোগিতায় দ্বিতীয় সেরা বাছাই। সেই সুবাদে ১৫০ ডলার পুরস্কারও তুলে দেওয়া হচ্ছে তাঁকে।

তথ্যচিত্রটি নিয়ে উচ্ছ্বসিত অর্জক। তাঁর কথায়, সাধারণের কাছে সেরামিকস প্রযুক্তির চিত্রটা অনেকটা তুলে ধরা যাবে এই তথ্যচিত্রের মাধ্যমে। অস্টেওপরেসিসের মতো হাড়ের রোগে সেরামিকসের নকল হিপজয়েন্ট শরীরে বসানো হয়। বিভিন্ন ইন্টারনেট পরিষেবার অপটিক্যাল ফাইবারে সেরামিকস ব্যবহার হয়। এ সব অনেকেই জানেন না। এ সব তুলে ধরতেই প্রতিযোগিতায় অংশ নিয়ে তথ্যচিত্রটি করা। দেশ বিদেশের বিভিন্ন সেমিনারে দেখানো হবে। আগামী ৮-১২ অক্টোবরে ছবিটি দেখানো হচ্ছে পিটসবার্গের একটি আন্তর্জাতিক সেমিনারে। অর্জক বলেন, ‘‘তথ্যচিত্রটি প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়ায় ভাল লাগছে।’’ প্রথম হয়েছে ফিনল্যান্ডের একটি তথ্যচিত্র।

অর্জক কানপুর আইআইটি’র মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনলজির এমটেক-এর দ্বিতীয় বর্ষের ছাত্র। ইতিমধ্যেই অর্জক বেঙ্গালুরুর আইআইএসসি এবং আইআইটি’র বায়োমেটেরিয়ালস ল্যাবরেটরির উপর দু’টি তথ্যচিত্র করেছেন। ফিল্ম নিয়ে আগ্রহটা আগে থেকেই। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ওই ছাত্র এক সময় একটি চ্যানেলের পুলিশ ফাইলে অভিনয়ও করতেন। সেরামিকসের উপর তথ্যচিত্রটি করতে সাহায্য মিলেছে আইআইটি’র মিডিয়া সেন্টারের। ক্যামেরায় বাদল প্রধান, এডিটিং-এ তপোব্রত দাস, সৌমিক আচার্যরা ওই কেন্দ্রের। অ্যাঙ্কারে রয়েছেন অর্জকের সহপাঠী শ্রুতি দুবে।

অর্জকের কথায়, পটারি শিল্প থেকেই সেরামিকসের সূত্রপাত। আর এখন সোলার সেল, সলিড অক্সাইড ফুয়েল সেল, লোহা গলানোর ফার্নেস তৈরি, মহাকাশ যানে, থ্রিডি প্রিন্টিংয়ে, হাঁটু, শরীরের হাড় প্রতিস্থাপনের কাজেও সেরামিকসের জারিজুরি। কানপুর আইআইটি ডিরেক্টর ইন্দ্রনীল মান্না, বেঙ্গালুরু আইআইএসসি’র মেটেরিয়াল রিসার্চ সেন্টারের অধ্যাপক বিক্রমজিৎ বসু, কানপুর আইআইটি’র সহযোগী অধ্যাপক কান্তেশ বালানি, কলকাতার সেন্টাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইন্সস্টিটিউটের প্রাক্তন ডিরেক্টর হিমাদ্রীশেখর মাইতিদের বক্তব্যে তা ফুটে উঠেছে। ট্র্যাডিশনাল সেরামিকসের বিষয়টি রাখতে চাকা ঘুরিয়ে কুমোরের মাটির পাত্র তৈরিও রাখা হয়েছে। রায়গঞ্জে সুভাষগঞ্জের কুমোরপাড়ায় শিল্পী ভানু পালকে নিয়ে শ্যুটিং করেই ছবির কাজ শুরু গত দোলের সময়। এপ্রিলেই তথ্যচিত্রের কাজ সেরে ফেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE